ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগ এবং মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সহযোগিতায় একটি কর্মশালার আয়োজন।

প্রকাশিত: ৪ জুলাই ২০২২ ১৯ ০৭ ০৫   আপডেট: ৪ জুলাই ২০২২ ১৯ ০৭ ০৫

মালদা,৪ জুলাই : জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগ এবং মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সহযোগিতায় একটি কর্মশালার আয়োজন।
সোমবার দুপুরে মালদা থানার নারায়ণপুর এলাকায় একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালা।
উপস্থিত ছিলেন, মালদা জেলা শিল্প কেন্দ্রের মুখ্য অধিকারিক মানবেন্দ্র মন্ডল, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সম্পাদক সুভাষ হালদার সহ বিভিন্ন ব্যাংক আধিকারিক ও শিল্পদ্যোগীরা।
সোমবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ শুরু হয় কর্মশালা।
শিল্পোন্নতি করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে।
সমস্ত প্রকল্প গুলি নিয়ে শিল্পদ্যোগীদের সামনে বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন দপ্তর থেকে আগত আধিকারিকরা। প্রজেক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও অসুবিধা গুলি ব্যবসায়ীদের সামনে তুলে ধরা হয়।
শিল্প করতে যারা আগ্রহী তাদের সরকারিভাবে সাহায্যের আশ্বাস, ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়, সহজ কিস্তিতে কিভাবে শিল্পোদ্যোগীরা ঋণ পাবেন, প্রধানমন্ত্রী কর্ম তীর্থ প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায় বলে জানান মালদা জেলা শিল্প কেন্দ্রের মুখ্য অধিকারী মানবেন্দ্র মন্ডল।
        সরকারের পক্ষ থেকে শিল্প উদ্যোগীদের পাশে দাঁড়ানোর আশ্বাস পেয়ে খুশি শিল্পপতি ও শিল্পদ্যোগীরা বলে জানিয়েছেন মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সম্পাদক সুভাষ হালদার।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর