ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নিরুপমা ঘোষ মন্ডলের উদ্যোগে আয়োজন করা হল এক মেঘা বস্ত্রদান শিবির

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১ ০৯ ০৯ ১১   আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ০৯ ০৯ ১১

মালদা: মহাষষ্ঠীর পূন্য লগ্নে সকলের মুখে হাসি ফোটাতে অভিনব উদ্যোগ কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির। নব নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা ঘোষ মন্ডলের উদ্যোগে আয়োজন করা হল এক মেঘা বস্ত্রদান শিবিরের। শক্তি সংঘ ক্লাবের পরিচালনায় সাইলাপুর ঘোষপাড়ায় আয়োজিত দুর্গা পুজোর মঞ্চ থেকেই এলাকার প্রায় দুই হাজার দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দুর্গেশ সরকার, তৃণমূল নেতা তরুণ ঘোষ, হৃদয় ঘোষ সহ ক্লাব কর্তা এবং বিশিষ্টজনেরা। এই বিষয়ে কালিচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা ঘোষ মন্ডল জানান, করোনা অবহের মধ্যেই এবছর শারদ উৎসব। এই করোনা আবহে অনেকেরই কর্মজীবন সংকটে। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে ছোট ছোট শিশুরা থেকে শুরু করে পরিবারের সদস্যরা যাতে বছরের এই চারটে দিন নতুন জামা কাপড় পড়ে আনন্দ উল্লাসে কাটাতে পারেন তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার প্রায় দুই হাজার মানুষদের মধ্যে নতুন শাড়ি এবং জামা কাপড় বিলি করা হয়। অন্যদিকে এই বিষয়ে ব্লক সভাপতি দুর্গেশ সরকার জানান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ক্লাবেরে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর