ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পূর্ব-বর্ধমানের দুটি বিদ্যালয়ে হ্যান্ড ওয়াশিং কিয়স্ক প্রদান

নিজস্ব সংবাদদাতা, পূর্ব-বর্ধমান

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১ ০৯ ০৯ ৩৫  

 পূর্ব-বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত কাসেমনগর BNTP গার্লস হাইস্কুল ও কাসেমনগর NAJ হাইস্কুল কর্তৃপক্ষকে ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসন ক্যালকাটা অনলুসের উদ্যোগে সংস্থার ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জি হ্যান্ড ওয়াশিং কিয়স্কগুলি প্রদান করেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এই অভিনব হ্যান্ড ওয়াশিং কিয়স্কগুলি প্রদান করায় বিদ্যালয় কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তাদের। মিসন ক্যালকাটা অনলুসের ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জি জানান আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইতালির মিসন ক্যালকাটা অনলুস নামে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বিভিন্ন ধরনের জনসেবামূলক কাজ করে চলেছে । হ্যান্ড ওয়াশিং কিয়স্ক ও এগুলির মধ্যে একটি। এই করোনা আবহে মুখে মাস্ক ব্যবহার করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোয়ার ব্যাপারটি অত্যন্ত জরুরি। তাই এই হ্যান্ড ওয়াশিং কিয়স্ক গুলির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ ছাত্র-ছাত্রীরা কেউ কারো সংস্পর্শে ন এসেই হাত ধোয়া প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে। ফলে করোনার সংক্রমণ অনেকাংশে এড়ানো সম্ভব হবে বলে জানান তিনি। কাসেমনগর B.N.T.P গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা নিবেদিতা দত্ত,  কাসেমনগর N.A.J. হাইস্কুলের প্রধান শিক্ষক ডাঃ হরপ্রসাদ বৈরাগ্য সহ বৃত্তিমূলক বিভাগের প্রশিক্ষক সেখ হাফিজুল করিম আকবরী এই হ্যান্ডওয়াশ কিয়স্ক প্রদানের জন্য মিসন ক্যালকাটা অনলুস ও সংস্থার ভারতীয় কর্ণধার রাখী ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলেই এই হ্যান্ড-ওয়াশিং কিয়স্কটি খুবই কাজে লাগবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর