ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

হরিশ্চন্দ্রপুরে ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশন চালু

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২১ ০৯ ১২  

হরিশ্চন্দ্রপুর:মালদহের হরিশ্চন্দ্রপুরে ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশন চালু করল বিদ্যুৎ দপ্তর।এই সাবস্টেশন থেকে হরিশ্চন্দ্রপুর থানা সহ চাঁচল থানার  বিস্তীর্ণ এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করা হবে।এর ফলে এই এলাকাতে লোডশেডিং এবং ভোল্টেজ নিয়ে আর তেমন কোন সমস্যা থাকবে না বলেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিক জানান।দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার ফলে খুশি এলাকাবাসী।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লোডশেডিং এবং ভোল্টেজের সমস্যা ছিল হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।অল্প বৃষ্টিতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত।বেশিরভাগ এলাকায় ভোল্টেজেরও প্রচন্ড সমস্যা ছিল।প্রায় ৩৮ কিলোমিটার দূরে সামসি থেকে বিদ্যুত  আসার ফলে অল্প ঝড়-বৃষ্টিতে বিভিন্ন সমস্যা হতো।এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের  ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রদীপ দাস বলেন,হরিশ্চন্দ্রপুরে ১৩২ কেভি সাবস্টেশন চালু হয়ে যাওয়ার ফলে হরিশ্চন্দ্রপুর থানা সহ চাঁচল থানার  বিস্তীর্ণ এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী ২০বছর এই এলাকাতে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা হবে না।শিল্প কারখানা এই এলাকাতে করার সম্ভাবনা ও প্রবল হবে এর ফলে।তবে বিদ্যুৎ বিল যাতে ঠিক মতো দেওয়া হয় সে ব্যাপারে এলাকার মানুষ কে সচেতন হতে হবে।

তবে এই সাবস্টেশন চালু হওয়ার জন্য তৃণমূল নেতা তথা গায়ক সৌমিত্র রায় ও প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন উভয়েই কৃতিত্ব দাবি করেছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর