হরিশ্চন্দ্রপুরে ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশন চালু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
হরিশ্চন্দ্রপুর:মালদহের হরিশ্চন্দ্রপুরে ১৩২ কেভি বিদ্যুৎ সাবস্টেশন চালু করল বিদ্যুৎ দপ্তর।এই সাবস্টেশন থেকে হরিশ্চন্দ্রপুর থানা সহ চাঁচল থানার বিস্তীর্ণ এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করা হবে।এর ফলে এই এলাকাতে লোডশেডিং এবং ভোল্টেজ নিয়ে আর তেমন কোন সমস্যা থাকবে না বলেই বিদ্যুৎ দপ্তরের আধিকারিক জানান।দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার ফলে খুশি এলাকাবাসী।উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লোডশেডিং এবং ভোল্টেজের সমস্যা ছিল হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে।অল্প বৃষ্টিতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেত।বেশিরভাগ এলাকায় ভোল্টেজেরও প্রচন্ড সমস্যা ছিল।প্রায় ৩৮ কিলোমিটার দূরে সামসি থেকে বিদ্যুত আসার ফলে অল্প ঝড়-বৃষ্টিতে বিভিন্ন সমস্যা হতো।এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রদীপ দাস বলেন,হরিশ্চন্দ্রপুরে ১৩২ কেভি সাবস্টেশন চালু হয়ে যাওয়ার ফলে হরিশ্চন্দ্রপুর থানা সহ চাঁচল থানার বিস্তীর্ণ এলাকাতে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী ২০বছর এই এলাকাতে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা হবে না।শিল্প কারখানা এই এলাকাতে করার সম্ভাবনা ও প্রবল হবে এর ফলে।তবে বিদ্যুৎ বিল যাতে ঠিক মতো দেওয়া হয় সে ব্যাপারে এলাকার মানুষ কে সচেতন হতে হবে।
তবে এই সাবস্টেশন চালু হওয়ার জন্য তৃণমূল নেতা তথা গায়ক সৌমিত্র রায় ও প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেন উভয়েই কৃতিত্ব দাবি করেছেন।