ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মাল হাসপাতালে মাস্ক ও গ্লাবস দিলেন তৃনমুলের আহ্বায়ক

দেবজ্যোতি মুখার্জী

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০ ১৮ ০৬ ৪৬   আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৮ ০৬ ৪৬

মালবাজার,

হাসপাতাল গুলিতে যত দিন যাচ্ছে,   তত সমস্যা বারছে গ্লাবস এবং মাক্সের। কারন হাসপাতাল গুলিতে সেই ভাবে সরবরাহ হচ্ছে না মাক্স এবং গ্লাবসের। অথচ এই করোনা ভাইরাসের সময় রোগীদের পরিসেবা দিতে  জরুরি এই গ্লাবস এবং মাক্সের। 
তাই শনিবারদিন মাল ব্লকের তৃনমুল এর আহ্বায়ক তপন মিত্র প্রায় ৫০০ মাক্স এবং গ্লাবস মাল ব্লকের বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানার হাতে তুলে দেন। প্রয়োজনে আর দেওয়া হবে বলে তপন বাবু জানান।
তৃনমুল এর আহ্বায়ক তপন মিত্র বলেন, কিছুদিন আগে বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা আমায় বলেছিলেন,  মাল ব্লক হাসপাতালে গ্লাবস এবং মাক্সের সমস্যা হচ্ছে।
এব্যাপারে বি এম ও এইচ প্রিয়াঙ্কু জানা বলেন, ইতি মধ্যে আমরা কাপড় দিয়ে বেশ কিছু মাক্স বানিয়ে নিয়েছি কিন্তু গ্লাবস বানানো সম্ভব নয়। তাই আজ যে সব গ্লাবস এবং মাক্স পেলাম। তা স্বাস্থ কর্মিদের খুব কাজে লাগবে।  সবাই যদি এই ভাবেই সহযোগিতার হাত বারিয়ে দেয়, তাহলে স্বাস্থ্য কর্মিদের মনের জোর বাড়বে। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর