ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

৩০শে আগস্ট মুক্তি পাচ্ছে দাউদ হোসেন পরিচালিত `তুই কে আমার`

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪ ০৭ ০৭ ৩৬  


৩০শে আগস্ট মুক্তি পাচ্ছে দাউদ হোসেন পরিচালিত 'তুই কে আমার'
মোঃ ইজাজ আহামেদ

৩০শে আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাচ্ছে দাউদ হোসেন পরিচালিত ও ফুলকি এন্টারটেইনমেন্ট প্রযোজিত বাবা মার পরকীয়ার কারণে অসহায় শিশুর করুণ আলেখ্য নিয়ে ভিন্ন স্বাদের সিনেমা  'তুই কে আমার'।  এই সিনেমায় মুর্শিদাবাদ জেলারও কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন।

"তুই কে আমার" দুটি তরুণ- তরুণীর একটি মর্মান্তিক গল্প, একটি ছেলে এবং একটি মেয়ে, যাদের জীবন নির্যাতনের ভাগ করা ট্রমা দ্বারা দুঃখজনকভাবে জড়িত। উভয়ই তাদের পিতামাতার নিরলস নিষ্ঠুরতার জন্য  চালিত হয় এমন এক পৃথিবীতে যেখানে সামান্য দয়া পায়, নিদারুণ সংগ্রাম করে বাঁচতে হয় ফুটপাতে। তারা যখন একটি বাড়ি ছাড়া জীবনের কঠোর বাস্তবতাগুলি নেভিগেট করে, তারা একে অপরের সাথে সান্ত্বনা খুঁজে পায়, বন্ধুত্ব এবং ভালবাসার গভীর বন্ধন তৈরি করে। যাইহোক, তাদের অতীতের ছায়া তাদের তাড়া করে এবং তারা যে নিষ্ঠুর পৃথিবীতে বাস করে সেখানে তাদের স্থিতিস্থাপকতার পরীক্ষা চালিয়ে যেতে হয়। 'তুই কে আমার' বেঁচে থাকা, ভালবাসা, একটু ঠাঁই  খুঁজতে থাকা দুই শিশুর অটুট চেতনার একটি হৃদয়বিদারক গল্প।
সমাজে একটি কথা প্রচলিত আছে পরকীয়া পরিবারের ধ্বংসের মূল কারণ! আর সেই কাহিনী ফুটিয়ে তুলেছেন এস কে বাসার।
"নতুন বাংলা সিনেমা 'তুই কে আমার অনেক পরিশ্রমের ফসল"  বললেন এই সিনেমার গল্পকার এসকে বাসার।

    শিশুর পিতামাতার পরকীয়ার  কারণে একটা অসহায় শিশুর গল্প আপনার মনকে শিউরে দেবে সমাজের বাস্তবতা নিয়ে এই সিনেমা বলে দাবী তরুণ পরিচালক দাউদ হোসেনের।

     এই সিনেমায় নবাগত বিশালকে দেখতে পাওয়া যাবে  চিত্রনায়কের ভূমিকায়। নবাগত বিশাল অসাধারণ অভিনয় করেছেন বলে দাবি পরিচালকের।  এছাড়া যারা অভিনয় করেছেন, তারা হলেন  অভিক ভট্টাচার্য, দেবা ব্যানার্জি, হিমাদ্রি দাস, আনিশা, মৌমিতা, মৌসুমী প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর