ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শোকের মহরম রক্ত ঝড়িয়ে নয়! রক্তদানে নজড় কাড়ল চাঁচল

উজির আলি

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮ ০৬ ৪২   আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮ ০৬ ৪২

রোগীর সাথে কথা বলছেন রক্ত জোগানকারী। নিজস্ব ছবি

রোগীর সাথে কথা বলছেন রক্ত জোগানকারী। নিজস্ব ছবি

চাঁচলঃমালদা

বুধবার মালদহের চাঁচল সুপার ষ্পেশালিটি হাসপাতালে শয্যাশায়ী থাকা দুইজন মুমূর্ষু রোগীর রক্ত জোগানে এগিয়ে এলো তৃনমুল ছাত্র সংগঠন। 

সংগঠন জানান,  চাঁচল ১ নং ব্লকের হাজাতপুর গ্রামের তাফাইজুল সেখ(15) নামে এক নাবালকের দেহে হিমোগ্লোবিন মাত্রা কমে যাওয়ায় A+ রক্তের প্রয়োজন হয়। কর্তব্যরত ডাক্তার মববাসর হোসেন,নাবালোকের পরিবারকে রক্তের জোগান করতে বললে, ছাত্র সংগঠনের কাছে দারস্থ হয়। তক্ষনাৎ সোশ্যাল মিডিয়ায় রক্তদাতার খোঁজ চালাতে মরিয়া তৃনমুল যুব।
 বহু তল্লাশির পর সংগঠনেরই এক সদস্য শাহাজান আলী একব্যাগ রক্তদান করেন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।


এদিন আরেকজন পৌঢ়ের রক্ত জোগান দেয় ছাত্র সাংগঠন। চাঁচল খেলেনপুরের হাকিমুদ্দিনের (৫৫)দেহে  হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় ডাক্তারদের পরাপর্শে সংগঠনেরই সদস্য জুলফিকার আলী এক ব্যাগ  A+ রক্ত জোগান দেয়। সূত্রের খবর, এদিন তৃনমুল ছাত্রপরিষদের সদস্য ছোটোন আলী ও প্রীতম ঘোষ শূন্যরোগীতে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সঞ্চিত রাখেন। 

চাঁচল কলেজ তৃনমুল ছাত্র পরিষদের কার্যনির্বাহী সভাপতি বলেন, শোকের  মহরমে রক্ত না ঝড়িয়ে আমরা রক্তদানে এগিয়েছি।  নানান রোগে এবং দুর্ঘটনায় জর্জরিত হয়ে ওঠে  সমগ্র মনুষ্য সমাজ। এই রুপ পরিস্থিতিতে এক ফোঁটার বর্ষার সাথে সাথে অত্যন্ত প্রয়োজন হয়ে ওঠে মুমূর্ষ রোগীর জন্য এক ফোঁটা রক্ত। তাই আমরা শোক সমারোহেও এগিয়ে এসেছি এলাকার রোগীর কাছে, বলে জানান বাবু সরকার।

সূত্রের খবর, গত কয়েকদিন আগে চাঁচলের বুকে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য ও চাঁচল ১ নং ব্লক আধিকারিক সমীরন ভট্টাচার্য এই রক্তজোগানে সাধুবাদ ও পাশে থাকার আশসাস দিয়েছেন বাবু সরকারকে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর