ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মালদা-মানুষকে ভোটদানের ব্যাপারে সচেতন করতে জেলা নির্বাচন কমিশনের

দেবু সিংহ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১ ১৮ ০৬ ৫৫  

মালদা-মানুষকে ভোটদানের ব্যাপারে সচেতন করতে জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে মহড়ার আয়োজন করা হয়। সেখানে ইভিএম ও ভিভিপ্যাটে হাতেনাতে ভোট দিয়ে দেখে নেওয়ার ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে এদিন চলে ভোটদানের মহড়া। চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়দের কার্যকরীভাবে দেখানো হয়। ইভিএম ও ভিভিপ্যাটের ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়। এমনকী ভোটদানের ৭ সেকেন্ডের মধ্যে সঠিক জায়গায় ভোটদান হয়েছে কিনা, সেটাও নিশ্চিত করার প্রক্রিয়াও দেখানো হয় এদিন। সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোটদান করতে পারেন এব নিজের ভোটটা সঠিক জায়গায় দিতে পারেন, মহড়ায় তা বোঝানো হয়। ইংলিশবাজার শহরে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের এক আধিকারিক সান্ত্বনু সেনগুপ্ত বলেন, ‘‌আগামী ২৬ ও ২৯ তারিখ মালদায় নির্বাচন। মানুষ যাতে নিজের ভোটটা সঠিক জায়গায় দিতে পারেন, সে ভোটদান প্রক্রিয়া শেখানো হচ্ছে। নিজের ভোট অন্য কোথাও পড়ছে, তা নিয়ে মিথ্যে রটানো হয়ে থাকে। তা নিশ্চিত করার প্রক্রিয়াও শেখানো হচ্ছে সাধারণ মানুষকে।’‌ এদিন ফোয়ারা মোড়ের মতো জনবহুল এলাকাতেও চলে ভোটদানের মহড়া।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর