ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

প্লাস্টিক নিষিদ্ধকরণে সচেতনতামূলক অনুষ্ঠান, সিউড়ির চন্দনপুরে

সেখ রিয়াজুদ্দিন,বীরভুম

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ২২ ১০ ১৮   আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২২ ১০ ১৮

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারিভাবে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক বর্জ্য।একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারত সরকার।ইতিমধ্যে জেলার বিভিন্ন পৌরসভার উদ্যোগে প্লাস্টিকের ধরন বা সরকারি নির্দেশ অনুযায়ী প্লাস্টিক ব্যবহার করছে কিনা তা দেখার জন্য সরসরি হাটে বাজারে অভিযান এবং জরিমানা করা শুরু হয়েছে।উক্ত বিষয়টি জনমানসের মধ্যে সচেতনতা ও  প্রচারের লক্ষ্যে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ক্ষেত্রীয় কার্যালয়, বর্ধমান এর উদ্যোগে ১২ নভেম্বর শনিবার জেলা সদর সিউড়ি ১ নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চন্দনপুর গ্রামে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরভূম জেলার নেহেরু যুব কেন্দ্র এবং বীরভূমি মানবকল্যাণ সোসাইটির সহায়তায় এই অনুষ্ঠানে  প্রশ্নোত্তর প্রতিযোগিতা,পরিবেশ সচেতনতামূলক বাউল গান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানর আয়োজন করা হয়।এদিন সচেতনতা মূলক শিবিরে গ্রামের সাধারণ মানুষজন অংশ গ্রহণ করেন। বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড.পার্থসারথি মুখোপাধ্যায় প্রদীপ জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন সংস্থার ডিজি ভূপেন্দ্র কাইন, নাবার্ড এর বীরভূম জেলা বিকাশ প্রবন্ধক অনুপম পট্টনায়ক, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সচিদানন্দ মুখোপাধ্যায় প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর