ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

গল টেস্ট এখন ইংলিশদের হাতে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৭  

 

দ্বিতীয় দিন শেষেই গল টেস্ট০ নিজেদের নাগালে নিয়ে নিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলংকাকে মাত্র ২০৩ রানে অলআউট করে দিনশেষে তাদের লিড ১৭৭ রানের।  

আজ সকালে ৮ উইকেটে ৩২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান বেন ফোকস ও জ্যাক লিচ। গতকাল ৮৭ রানে অপরাজিত থাকা ফোকস আজ তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ম্যাট প্রায়রের পর দ্বিতীয় এবং আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পঞ্চম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি। 

আর তার শতকের কারণেই হয়তো স্কোরবোর্ডে ৩৪২ রান জমা করতে পেরেছে ইংল্যান্ড। কেননা টসে জিতে গতকাল ব্যাটিংয়ে নেমে শুরুতেই বেশ বিপদে পড়ে ইংল্যান্ড দল। তবে শ্রীলংকার এই স্পিনি উইকেটে বেশ দেখে-শুনে খেলতে থাকেন ফোকস।তুলে নেন শতক। আর আজকে ব্যাটিংয়ে নেমে ইংলিশরা মাত্র ২১ রান যোগ করতেই হারায় শেষ ২ উইকেট।  

গলের উইকেট সাধারণত একটু ব্যাটিং সহায়কই হয়। তবে এই টেস্টে যেনো তার বিপরীতই হচ্ছে। ইংলিশ স্পিনারদের স্পিন ঘূর্ণিতে শ্রীলংকা নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। অলরাউন্ডার মইন আলী একাই ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন শ্রীলংকান ব্যাটিং লাইনআপ। তবে শুরুটা করে যান ইংলিশ পেসাররাই। প্রথম ওভারেই জিমি অ্যান্ডারসনকে উইকেট দিয়ে আসেন লংকান ওপেনার দিমুথ করুণারত্নে। মাত্র ৪ রান করেই বিদায় নেন তিনি। কৌশল সিলভাও ফিরে যান দ্রুত। ১ রান করে স্যাম কুরানের বলে লিগ বিফরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।  

এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লংকানরা। সর্বোচ্চ ৫২ রান আসে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট থেকে। মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে যখন থরথর করে কাঁপছিল লংকানরা ঠিক তখনই দলের হাল ধরেন সাবেক এ অধিনায়ক। দলকে টেনে তোলার চেষ্টা করেন বর্তমান টেস্ট অধিনায়ক দীনেশ চান্দিমালকে সাথে নিয়ে। সেই জুটি অবশ্য বেশি দূর যেতে দেননি আদিল রশিদ।৩৩ রান করে তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরত যান দীনেশ চান্দিমালও। এরপর বেশিক্ষণ টেকেননি ম্যাথুজও। মইন আলীর ঘূর্ণিতে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দেন জেনিংসের হাতে। 

লোয়ার অর্ডারেও কেউ তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংলিশ বোলিং লাইনআপের বিরুদ্ধে। তাই মাত্র ২০৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে স্কোরবোর্ডে কোনো উইকেট না হারিয়ে আরও ৩৬ রান যোগ করেছেন দুই ইংলিশ ওপেনার। আগামীকাল ১৭৭ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন অপরাজিত দুই ইংলিশ ওপেনার ররি বার্নস (১১)* ও কেটন জেনিংস (২৬)*।   

এসএইচএস    


   
         
 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর