ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩ ১৭ ০৫ ৪১  

ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা'

 

 কমনওয়েলথ স্কলার মনোনীত হয়ে ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন আলিশা ইবকারl গত বছর কমনওয়েলথ কমিটির দায়িত্বে এপ্লাইড থিয়েটারে মাস্টার কোর্সে পড়াশুনা l প্রথম থেকেই ইংল্যান্ডের ওয়ারিক ইউনিভার্সিটির নজরে পড়ে আলিশাl প্রত্যেকটি সেমিস্টার পরীক্ষায় একের পর এক প্রত্যেককে পেছনে ফেলে ৭৮ শতাংশ নম্বর ও ডিস্টীংসন পেয়ে প্রথম হলো আলিশা ইবকার l ১৭ জানুয়ারি বাৎসরিক কনভোকেশনে বিশেষভাবে আমন্ত্রিত হয়ে এক বিশেষ অনুষ্ঠানে ওয়ারিক বিশ্ববিদ্যালয়ের তরফে সংবর্ধনা ও স্বীকৃতি পেলl

আলিশা মোথাবাড়ি ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াগ্রামের বাসিন্দাl চাকুরী সূত্রে মা ও বাবা বর্তমানে কালিয়াচকে থাকেনl মা তানিয়া রহমত শিক্ষা তথা সাংস্কৃতিক জগতের জেলা ব্যাপী এক উজ্জল নাম l অত্যন্ত তৎপর শিক্ষারত্ন তানিয়া কালিয়াচকের শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরেই l আলিশার বাবা আয়ুস মেডিকেল অফিসার হিসেবে রাজনগরে কর্মরত এবং হোমিওপ্যাথি জগতে এক বিশেষ ব্যক্তিত্ব lতিনিও কালিয়াচকের শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে চলেছেন। আলিশার একমাত্র বোন প্রেসিডেন্সি থেকে ভূতত্ত্ব নিয়ে পড়াশোনার পর বর্তমানে গবেষণা রত l

আলিশা বরাবরই মেধাবী ও চ্যালেঞ্জিং মেয়ে l ছাত্র জীবনে ফারাক্কার ইংরেজি মাধ্যম দিল্লি পাবলিক স্কুল থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে মাধ্যমিক উত্তীর্ণ হয় এবং খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ছবি আঁকা ইত্যাদি সকল বিভাগেই কৃতিত্বের জন্য সেরা ছাত্রী হিসেবে এনটিপিসির তরফে চেয়ারম্যান ও অলরাউন্ডার অ্যাওয়ার্ড পায় l তারপর জাতীয় স্তরে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে lসেখান থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও তার সদিচ্ছার কারণে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়l ইংরেজিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে প্রত্যেকটি সেমিস্টার পরীক্ষায় প্রথম হয়ে চূড়ান্ত পরীক্ষায়ও প্রথম হয়l আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় স্বর্ণপদক, সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক, সেরা অঙ্কন শিল্পী হিসেবে স্বর্ণপদক, এবং সেরা লেখিকা হিসেবে স্বর্ণপদক পাওয়ায়ায় আলিশা কে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে 'পাপা মিঞা পদ্মভূষণ' সম্মান। তারপর আবারও জাতীয় স্তরে পরীক্ষা দিয়ে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে মাস্টার ডিগ্রী করার সুযোগ পায়। মাস্টার ডিগ্রী সম্পন্ন করেই দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে গবেষণামূলক পাঠ্যক্রম শুরু করেনl ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি- অধ্যাপক এর শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শেষ পর্যন্ত তুমুল প্রতিযোগিতায় আলিশা ইবকার 2017 সালে অধ্যাপিকা হিসেবে যোগদান করেন lঅধ্যাপিকা হিসেবেও সফল আলীশা একের পর এক বিভিন্ন দায়িত্বে সফলতার জন্য সম্মানিত ও পুরস্কৃত হতে থাকেন কিন্তু পড়াশোনার অদম্য ইচ্ছা ও বিশ্বকে জয় করার স্বপ্ন থেকে বিরত হয়নি কখনোl ইংল্যান্ডের মাটিতেও আলিশা প্রথম হয়ে আবারো প্রমাণ করলেন জন্ম যেখানেই হোক স্বপ্ন ও অধ্যবসায় যে কোন মানুষকে সাফল্যের যেকোনো চূড়ায় পৌঁছে দিতে পারে

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর