ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোহিত অপেক্ষায় ছিলেন এই ইনিংসের

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭ ০৫ ১১   আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭ ০৫ ১১

অবশেষে বাইশ গজে ফিরল হিটম্যান শো। লাল হোক সাদা বল, ব্যাটে-বলে ঠিকঠাক হচ্ছিল না। টানা ব্যর্থতায় চাপ বাড়ছিল। মহানদীর তীরে রবিবার সেই চাপ ঝেড়ে ফেললেন। ৯০ বলে ১১৯ রানের দুরন্ত ইনিংসে বোঝালেন তিনি এখনও ফুরিয়ে যাননি। সামনে থেকে নেতৃত্ব-ক্রমশ ফিকে হওয়া স্মৃতি ফিরল রবিবাসরীয় দ্বৈরথে। যার সামনে হার স্বীকার জস বাটলারদের। ম্যাচের সেরার সঙ্গে সিরিজ জয়। জোড়া স্বস্তি নিয়ে রোহিত বলেও দিলেন, এদিনের ইনিংস তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। খুশি দলের জয়ে অবদান রাখতে পেরে। গত কয়েক সিরিজে লম্বা ইনিংস খেলার জন্য মুখিয়ে ছিলেন। টেস্ট হোক বা ওডিআই, চাইছিলেন, ইনিংসের শেষপর্যন্ত টিকে থাকতে। কিন্তু কিছুতেই তা হচ্ছিল না। অবশেষে কটক দ্বৈরথে সেই স্বস্তি নিয়ে ফেরা। নিজের ইনিংস স্টস্ট্র্যাটেজি নিয়ে রোহিত বলেছেন, 'কালো মাটির পিচ। বল বাড়তি স্কিড করে। শুরুতে তাই ব্যাটের মুখ খুলেছিলাম। পরে ওরা শরীর লক্ষ্য করে উইকেটের সোজা বল রাখতে শুরু করে। আমি অবশ্য তৈরি ছিলাম। চেষ্টা করছিলাম ফিল্ডিংয়ের ফাঁকফোকর খুঁজে নিতে। শুভমান গিল, শ্রেয়স আইয়ার দারুণভাবে সাহায্য করল। গিলের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি।'সিরিজ খুইয়ে বাটলারের গলায় আক্ষেপ। বলেছেন, '৩৫০ দরকার ছিল এই পিচে। দলের একাধিক ব্যাটার ভালো শুরু করেছে। ভালো খেলেছে। কিন্তু আগুনে ব্যাটিং প্রয়োজন ছিল, যা হয়নি।' রোহিতকেও প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেছেন, 'আরও একটা দুর্দান্ত ইনিংস। দীর্ঘদিন ধরেই ওডিআইয়ে এটাই করে আসছে। প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর