ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রাহানের শতরানে রনজি সেমিতে মুম্বই

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭ ০৫ ৫৭   আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭ ০৫ ৫৭

মুম্বই-৩১৫ ও ৩৩৯ হরিয়ানা-৩০১ ও ২০১ নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১১ ফেব্রুয়ারি: এভাবেও ফিরে আসা যায়! শুরুতে চাপে পড়ে যাওয়া। পরবর্তী সময়ে চাপ কাটিয়ে প্রত্যাবর্তনের কাহিনী। যা মুম্বই ক্রিকেটের চিরন্তন।হরিয়ানার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে রনজি ট্রফি কোয়ার্টার ফাইনালেও ঠিক এভাবেই ১৫২ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল মুম্বই। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে মায়াবী শতরানের পাশে দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়ে ইডেন ছাড়লেন অধিনায়ক আজিঙ্কা রাহানে।গতকালের ২৭৮/৪ থেকে শুরু করে আজ ম্যাচের চতুর্থ দিন সকালেই শতরান সেরে ফেলেন অধিনায়ক রাহানে (১০৮)। একইসঙ্গে বাড়তে থাকে মুম্বইয়ের স্কোরও। যদিও লোয়ার অর্ডারের আচমকা ছন্দপতনে মুম্বই ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ২৫ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৩৯ রানে শেষ হয় মুম্বই ইনিংস। ৩৫৪ রানের কঠিন লক্ষ্যের সামনে ব্যাট করতে নেমে রয়স্টন ডায়াস (৩৯/৫), শার্দুল ঠাকুরের (২৬/৩), পেস, গতি ও সুইংয়ের সামনে ভেঙে পড়ে হরিয়ানার ব্যাটিং। লক্ষ্য দালাল (৬৪) ও সুমিত কুমার (৬২) ছাড়া হরিয়ানার কোনও ব্যাটারই রান পাননি। শেষ পর্যন্ত ২০১ রানে অলআউট হয়ে ১৫২ রানে ম্যাচ হেরে এবারের মতো রনজি অভিযান শেষ করল হরিয়ানা।জিতে দলকে প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে দিলেন তিনি। হরিয়ানার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে মুম্বইয়ের জয়ের পথ আরও মসৃণ করে দেওয়া জোরে বোলার ডায়াস বলছিলেন, 'মুম্বই ক্রিকেটের হরিয়ানার বিরুদ্ধে জয়ের পর শার্দুল ঠাকুরকে নিয়ে উচ্ছ্বাস সূর্যকুমার যাদব, আজিঙ্কা রাহানে, রয়স্টন ডায়াসের। ইডেন গার্ডেন্সে ডি মণ্ডলের তোলা ছবি।রাহানে মানেই ধ্রুপদি ব্যাটিং। ধৈর্য ও স্কিলের পরীক্ষা। আর সবশেষে সফলভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এভাবেই ইডেনে হরিয়ানার বিরুদ্ধে রনজি কোয়ার্টার ফাইনাল একটা আলাদা ঘরানা ও সংস্কৃতি রয়েছে। যার নির্যাস হল হার না মানা মনোভাব। এভাবেই আমরা আগেও সফল হয়েছি। এবারও সেমিফাইনালে পৌঁছে গেলাম। যদিও পথ চলার এখনও অনেক বাকি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর