ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বেলডাঙ্গায় কুখ্যাত অস্ত্র সরবরাহকারী গ্রেফতার, পাইপগান,মাস্কেটসহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১৬ ০৪ ০২   আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৬ ০৪ ০২

বেলডাঙ্গা: মঙ্গলবার ভোররাতে প্রায় ১২টা ২৫ মিনিট নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলডাঙ্গা থানার পুলিশ কালিতলা–ফাতেনগর রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি এক-শাটার পাইপগান, দুটি দেশি মাস্কেট বন্দুক এবং ১৪ রাউন্ড তাজা গুলি। অভিযানের সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা পড়ে গরীবপুরের বাসিন্দা নওসাদ মণ্ডল (৫০)। দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলে কুখ্যাত অস্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। মাত্র তিন মাস আগে এনডিপিএস মামলায় গ্রেফতার হয়ে তিনি জামিনে মুক্তি পান। অভিযোগ, মুক্তি পাওয়ার পর তিনি আবার অবৈধ অস্ত্র ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং এর পেছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নওসাদ মণ্ডল জেলার বিভিন্ন এলাকা ও স্থানীয় অপরাধী গোষ্ঠীর কাছে বিক্রির জন্য এই অস্ত্র মজুত করেছিলেন।ঘটনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আজই তাকে স্থানীয় আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর