ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বিদুৎ পরিষেবার দাবিতে ফারাক্কর এএনটিপিসি গেটে বিক্ষোভ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ১১ ১১ ৫৫   আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১১ ১১ ৫৫

ফারাক্কা, মুর্শিদাবাদ:বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার দাবিতে ফরাক্কা এনটিপিসির ১ নম্বর গেটের সামনে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন আধুয়া গ্রামের বাসিন্দারা।গ্রামবাসীদের অভিযোগ, ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য তারা জমি দিয়েছিলেন। সে সময় বিনামূল্যে বিদ্যুৎ ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে তারা বিনা মূল্যে বিদ্যুৎ পরিষেবা পেলেও বর্তমানে তা বন্ধ করে দেওয়া হয়েছে। চাকরির প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এর প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।ঘটনার খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে জানা গেছে, এতদিন এনটিপিসি মূলত এলাকার রাস্তার আলোর জন্য বিদ্যুৎ সরবরাহ করত। সেখান থেকেই আধুয়া গ্রামের বাসিন্দারা হুকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। এতে বিপদের সম্ভাবনা থাকায় এনটিপিসি কর্তৃপক্ষ গ্রামের বিদ্যুৎ পরিষেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দিয়েছে এবং সরকারি বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়েছে।এনটিপিসির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব রাজ্য সরকারের। কিন্তু গ্রামবাসীরা টাকা খরচ করে বিদ্যুৎ নিতে রাজি নন। ফলে তারা আন্দোলনের পথে নেমেছেন।গ্রামবাসীদের হুঁশিয়ারি, বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ইতিমধ্যেই এনটিপিসি গেটের উল্টোদিকে বসে বিক্ষোভ শুরু করেছেন তারা এবং দীর্ঘ আন্দোলনের জন্য রান্নাবান্নার ব্যবস্থাও করা হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর