ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

বানভাসীদের খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো মালদা জেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, মালদা:

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ২২ ১০ ০৩  

মালদা:- খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো মালদা জেলা প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন মালদহের পুরাতন মালদার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। গত কয়েক দিনের টানা খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভা এলাকায় মহানন্দার জলে বানভাসীদের পরিস্থিতি পরিদর্শনে গেলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী। এদিন সঙ্গে ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সহ অন্যান্যরা। তারা এদিন বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দেখেন। বন্যা দুর্গতদের খোঁজখবর নিয়ে তাদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 
   এদিন পুরাতন মালদা পৌরসভার যে সমস্ত ওয়ার্ডগুলি জনমগ্ন হয়ে রয়েছে সে সমস্ত এলাকা গুলো প্রথমে পরিদর্শন করেন এবং তারপর ত্রান শিবিরে গিয়ে বানভাসি পৌর নাগরিকদের কিছু ত্রাণের সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। 
    পাশাপাশি বানভাসি দের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলি জলমগ্ন থাকায় আমরা আশ্রয় নিয়েছি হাই মাদ্রাসা এবং জিকে বাচামারি হাই স্কুল এ সমস্ত জায়গায়। আজকে জেলা প্রশাসনের তরফে আমাদের পাশে এসে দাঁড়ানোই আমরা খুব খুশি আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী ও ত্রিপল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর