বছর ভর কাজের দাবি সিভিকদের
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ২ মার্চ ২০১৯ ১৭ ০৫ ১৭ আপডেট: ২ মার্চ ২০১৯ ১৭ ০৫ ১৭

২০১৩ সালে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত জেলায় সিভিক ভলান্টিয়ার
নিয়োগ করেন|
তারই মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও মালদা এই চারটি জেলার থানাগুলিতে সিভিক ভলান্টিয়ারদের প্রশাসনিক দায়িত্ব পালন করানো হয় বছরের ছয়মাস|
ছয়মাস সরকারি দায়িত্ব পালন করার পর,
কেউ সংসারের তাগিদে ছুটে, ভিন রাজ্যে কেউ নিজের চাষের জমিতে আবার কেউ টোটো চালায়|
এককথায় বেশিরভাগই নিম্নমানের কর্মক্ষেত্রে যুক্ত হয়ে যায়|
মালদা জেলার প্রতেকটা থানার মতো,
ফেব্রুয়ারি মাসের শেষ দিনে চাঁচল থানাতেও হয়ে গেলো দ্বিতীয় তালিকা ভুক্ত সিভিক ভলান্টিয়ারদের বিদায়কালীন পর্ব|
এই বছরে বালুরঘাট সদর থেকে আসা চাঁচোলের নতুন আই সি সুকুমার ঘোষ মিষ্টিমুখ হাতে কলম ও মানিব্যাগ দিয়ে বিদায়ী সংবর্ধনা করলেন দ্বিতীয় তালিকাভুক্ত
সিভিকদের |
আই সি সাহেব বলেন, বিভিন্ন সামাজিক ও ধার্মিক অনুষ্ঠানে ট্রাফিকে ট্রাফিকে এই হাড় কাপানো শীতকালীন মরসুমে ভালো দায়িত্ব পালন করেছে সিভিক ভলেন্টিয়ারা|
আই সি সাহেব আরো বলেন,
প্রসঙ্গত আমি খুবই দুঃখিত আধছাড়া করতে হয় সিভিকদের|
এদিকে বিদায়কালীন সময়ে সিভিক নোডাল অফিসার বলেন, আমি হোয়াটস্যাপ গ্রুপে সকলকে ডিউটি ভাগ করে দিতাম|
পেট্রোলিংয়ে গেলে দেখতে পেতাম সকলেই গন্তব্যস্থানে সঠিক সময়ে উপস্থিত হয়েছেন|
এই ফোর্স থাকায় নিরাপত্তা
অনেকটাই বেড়েছে|
এই দ্বিতীয় তালিকায় 370 জন পুরুষ ও 50 জন মহিলা মোট 420 জন সিভিক কর্মরত ছিলেন|
দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত সিভিক ভলান্টিয়ার বলেন ২০১৩ সালে আমাদের বেতন ছিল ২৮০০ তারপর ৫৫০০ এরপর ২০১৮ সালের অক্টোবর মাস থেকে আমাদের বেতন হয়েছে ৮০০০ টাকা|
বিতনে সন্তুষ্ট হলেও অর্ধ বৎসর কর্মহারা হতে
হয় |
সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে |
তাই বিদায়কালীন সময়ে,
চাঁচল থানার সমস্ত সিভিক উত্তর মালদা সাংসদ মৌসম নূরকে একটি আবেদন পত্র লিখেন|
পত্রে লিখেন আমরা মালদা জেলার সিভিক ভলান্টিয়ারগণ ২০১৩ সন থেকে কর্মরত|
বলাবাহুল্য প্রথম ও দ্বিতীয় প্যানেল হিসেবে কাজ করতে হয়|
বহু নিবেদনের পর কর্তৃপক্ষ,
৬ মাস অন্তর প্যানেল পরিবর্তন করতঃ চাকুরী করতে হয়| অথচ ইহা আমাদের ভাগ্যের পরিহাস নয় বা বিস্তারিত বলা বাহুল্য মনে করি|
দুই প্যানেল ভুক্ত
সিভিক ফোর্সরা আরো বলেন,
বহুবার বিভাগীয় প্রধানদের আবেদন করা সত্ত্বেও সুবিধা পায়নি| আমরা ৬ মাস বসে থেকে বৃদ্ধ পিতা মাতার সেবা, সংসার জীবনে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হচ্ছি|
তারা উত্তর মালদা সাংসদকে আরো লিখেন, এই পরিস্থিতিতে আপনার কৃপাধান্যে সকলকে কাজ করার সুনির্দিষ্ট মাপকাঠি
প্রয়োগ সাপেক্ষ ৩৬৫ দিনই যাতে আমরা কাজ পায়, তার সুবিচার করার জন্যে আবেদন করছি| অবশেষে চাঁচল থানার ৬ মাস্ কর্মহারা সিভিকেরা আবেদনের মধ্যে বলেন,
আমাদের প্রতি কৃপাদৃষ্টি বর্ষণ করে অবিলম্বে বাস্তবায়িত করার আদর্শ দানে প্রদান করতঃ এবং ফলশ্রুতি হিসেবে মালদা জেলার এক অনুরনন সৃষ্টি হবে তা বলাই বাহুল্যI
- বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান
- ফের বেতবোনা গ্রামের মানুষের পাশে জেলা পুলিশ, বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দিলেন SP
- রাষ্ট্রপুঞ্জের তালিকায় জোড়া হোক পহেলগাঁও কাণ্ডে জড়িত টিআরএফ-এর নাম, দাবি ভারতের প্রতিনিধিদলের
- ৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু ফরাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
- বিজেপির শাসন ও সন্ত্রাসবাদী আক্রমণ
- POEM - MORE THAN EVER BEFORE !
- Poem - When Morning Bore Thee Away
- Poem - Lyrics of humanity, Poet:- Dr. Laxmikanta Dash, India
- মানুষকে অভয়বাণী দিতে ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার, ও আইসি দিলেন আশ্বাস
- মানুষকে অভয়বাণী দিতে ধুলিয়ানে পাড়ায় পাড়ায় ঘুরলেন জঙ্গিপুরের নবনিযুক্ত পুলিশ সুপার, দিলেন আশ্বাস Jangipur Police District West Bengal Police
- উত্তর বঙ্গ উন্নয়নের টাকায় রাস্তার কাজ শুরু করলেন বিধায়ক চন্দনা
- পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক ব্যক্তির
- বহু নথি নষ্টের আশঙ্কা
রাত আড়াইটে থেকে জ্বলছে মুম্বইয়ের ইডি দফতর - মালদার অমৃতির সেকেন্দারপুরে গ্রাম পাহারা দেওয়ার সময় যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার
- দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সারাই করলেন মালদার সায়েম চৌধুরী
- দুর্ঘটনা এড়াতে ভাঙা রাস্তা সারাই করলেন মালদার সায়েম চৌধুরী
- অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
- অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
- অনুষ্ঠিত হল আম্বেদকর কালচারাল কলেজের গুণীজন সংবর্ধনা ও বিশেষ আলোচনা চক্র
- ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব নারী দিবস।
- Poems
- Poem - Health!
- Poems
- Poem - Gyration Humanity
- Poem - Who Am I Without A Homeland?
- সামশেরগঞ্জের হাউসনগর ১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়ির চালকের
- সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এর বিশেষ সহযোগিতায় ট্রাই সাইকেল বিতরণ সাগরদিঘিতে।
- Poem - Nostalgic
- Poem - A New Poem
- রাষ্ট্রপুঞ্জের তালিকায় জোড়া হোক পহেলগাঁও কাণ্ডে জড়িত টিআরএফ-এর নাম, দাবি ভারতের প্রতিনিধিদলের
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা শুরু ফরাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
- ফের বেতবোনা গ্রামের মানুষের পাশে জেলা পুলিশ, বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দিলেন SP
- ৩ ঘণ্টায় ২২ জনকে কামড়! কুকুরের আতঙ্কে কাঁপছে পুরুলিয়া
- বৈশাখী - জ্যৈষ্ঠ অনুষ্ঠান
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধোর করার অভিযোগ l
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- ক্যান্সার যন্ত্রণায় কাতর বৃদ্ধের আত্মহত্যা বীরভূমের রাজনগরে।
- সাপে কামড়ানোর পর ব্যাগে সাপ ভরে হাসপাতালে হাজির
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি