ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নিটে অভাবনীয় সাফল্য মিশন অক্সফোর্ডে

গৌতম অধিকারী

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ১৬ ০৪ ২৫   আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৬ ০৪ ২৫

নিটে অভাবনীয় সাফল্য মিশন অক্সফোর্ডের, পাঁচ ছাত্র পেল সরকারি মেডিকেলে সুযোগ

গোলাপগঞ্জ:

গোলাপগঞ্জের সারদাহ এলাকায় অবস্থিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মিশন অক্সফোর্ড চলতি বছরের নিট পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটির পাঁচজন ছাত্র নিটে উত্তীর্ণ হয়ে রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে প্রতিষ্ঠান চত্বরে।

এই কৃতিত্বপূর্ণ সাফল্যকে স্বীকৃতি জানাতে বুধবার মিশন অক্সফোর্ডের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, মিশনের কর্তৃপক্ষ ও অভিভাবকরা কৃতী ছাত্রদের ফুল ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করেন। বক্তারা জানান, কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং নিয়মিত অধ্যবসায়ের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

মিশন অক্সফোর্ড কর্তৃপক্ষ জানান, প্রত্যন্ত ও পিছিয়ে পড়া এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের মানসম্মত আবাসিক শিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষার মূল স্রোতে যুক্ত করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। নিট পরীক্ষার ফলাফল সেই লক্ষ্যপূরণের পথে প্রতিষ্ঠানের সঠিক অগ্রগতিরই প্রমাণ।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে প্রথমবার নিট পরীক্ষায় অংশ নিয়েই মিশন অক্সফোর্ডের দুইজন ছাত্র সফল হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরে পাঁচজন ছাত্রের নিট উত্তীর্ণ হওয়া প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও প্রস্তুতির ধারাবাহিকতাকেই তুলে ধরছে।

এদিন সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি মিশন অক্সফোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশে শিক্ষক-শিক্ষিকারা শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

মিশন অক্সফোর্ডের এই সাফল্য স্থানীয় শিক্ষা মহলে নতুন আশার আলো জাগিয়েছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর