ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

নিখোঁজ মালদার বৃদ্ধার জন্য উদ্বেগ

গৌতম অধিকারী

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫ ২২ ১০ ১৭  

নিখোঁজ মালদার বৃদ্ধার জন্য উদ্বেগ


 

মালদা, ৩০ জানুয়ারি: পুণ্যস্নানে শামিল হতে আত্মীয়পরিজনদের সঙ্গে গাড়ি করে গিয়েছিলেন বছর ষাটের অনিতা। কিন্তু হুড়োহুড়ির মধ্যে সঙ্গীদের থেকে আলাদা হয়ে যান। ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত। তবু খোঁজ মেলেনি বৃদ্ধার। এদিকে, সঙ্গীরা হাসপাতাল থেকে মর্গ সর্বত্র খুঁজেই চলেছেন অনিতাকে। চিন্তায় ঘুম উড়েছে দুই ছেলে ও বৌমার। মাকে খুঁজতে মালদা থেকে কুম্ভের পথে রওনা দিয়েছেন নিখোঁজ বৃদ্ধার দুই ছেলে সহ চারজন।

 

নিখোঁজ মহিলার নাম অনিতা ঘোষ (৬০)। তাঁর বাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লিবাগানপাড়ায়। নিখোঁজ মহিলার পরিবারের তরফে জানা গিয়েছে, চাঁচলের কয়েকজন আত্মীয়স্বজনের সঙ্গে মালদা থেকে গাড়ি করে এলাহাবাদে গিয়েছিলেন অনিতাদেবী। মহাকুম্ভের সেক্টর তিনে গাড়ি দাঁড় করিয়ে স্নানের উদ্যোগ ছিল তাঁদের। হঠাৎ গভীর রাতে শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ভিড়ের

 

কুম্ভে নিখোঁজ বৃদ্ধার খোঁজে ভিডিও কলে কথোপকথন। বৃহস্পতিবার।

 

চাপে হারিয়ে যান অনিতাদেবী সহ ওই পরিবারের আরেক সদস্য মংলু ঘোষ। তাঁর বাড়ি চাঁচলে। তবে তিনি খুঁজতে খুঁজতে প্রায় ৩০ ঘণ্টা পর একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়ির কাছে এসে পৌঁছান। কিন্তু অনিতাদেবীর খোঁজ মেলেনি।

 

বৃহস্পতিবার তাঁর বাগানপাড়ার বাড়িতে গিয়ে দেখা গেল পুরো পাড়া শোকস্তব্ধ। পাড়াপ্রতিবেশীরা ভিড় করেছেন ওই বাড়িতে। সারারাত চোখের পাতা এক করতে পারেনি

 

ছেলে ও বৌমারাও। সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখে চলেছেন।

 

ফোন মারফত মায়ের সঙ্গীদের কাছে খবর নিচ্ছেন তাঁরা। ছেলে, বৌমা মোবাইলে যোগাযোগ করছেন এলাহাবাদে। কিন্তু রাত পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। অনিতাদেবীর পুত্রবধূ অষ্টমী ঘোষ জানালেন, 'গত সোমবার চারটি পরিবারের সঙ্গে এলাহাবাদ গিয়েছিলেন শাশুড়ি। মঙ্গলবার ভোরেও কথা হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর