ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ভাটিরকূপা সমবায় সমিতির সভা

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১১ ১১ ৫৮  

সভায় বক্তব্য দিচ্ছেন নব নির্বাচিত হাইলাকান্দি ব্লক সভাপতি হিফজুর রাহমান চৌধুরী (রৌজ)

সভায় বক্তব্য দিচ্ছেন নব নির্বাচিত হাইলাকান্দি ব্লক সভাপতি হিফজুর রাহমান চৌধুরী (রৌজ)

গুয়াহাটি

বিভিন্ন সমস্যা এবং নূতন রুপরেখা নিয়ে, ভাটিরকূপা সমবায় সমিতিতে অনুষ্ঠিত হয় এক সাধারণ সভা। 

শনিবার  ভাটিরকূপা সমবায় সমিতির চেয়ারম্যান দক্ষিণা রঞ্জন চন্দ্র এবং ভাটিরকূপা সমবায় সমিতির উপ সভাপতি এর প্রতিনিধি, তথা নব নির্বাচিত হাইলাকান্দি ব্লক সভাপতি হিফজুর রাহমান চৌধুরী (রৌজ) সহ সমিতির অন্যান্য পদাধিকারী গনের উপস্থিত অনুষ্ঠিত হয় সমবায় সমিতির এক সাধারণ সভা। আলোচ্য বিষয় ছিল সমিতির আওতাধীন ডিলারের বিভিন্ন সমস্যা, এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যা কি রকম দূর করা যায়,কি রকম গরিব মানুষদের উপকৃত করা যায়, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই সঙ্গে আগামী মার্চ মাস থেকে সাধারণ মানুষদের মধ্যে এক টাকায় চাল ও বাগানবাসি মানুষের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে চাল দেওয়া হবে, সেই সব বিষয়ের উপর ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
   উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে নব নির্বাচিত হাইলাকান্দি ব্লক সভাপতি হিফজুর রাহমান রৌজ বলেন, যাহাতে সমবায় সমিতির প্রতিটি সমস্যা তাড়াতাড়ি সমাধান হয়, সেই বিষয়ে তিনি পূর্ণ সহযোগিতা করে যাবেন। উন্নয়নের স্বার্থে যে কোন ডাকে তিনি সাড়া দিতে প্রস্তুত আছেন এবং থাকবেন বলেও উল্লেখ করেন উদিয়মান যুব নেতা হিফজুর রাহমান রৌজ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর