ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ভুতনির হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রানের ত্রিপল

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩ ১৬ ০৪ ৪৯  

ভুতনির হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রানের ত্রিপল

ভুতনির হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রানের ত্রিপল

মালদা: মানিকচকে ভুতনির হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ত্রানের ত্রিপল, বিক্রি করছে স্বয়ং তৃণমূল পরিচালিত উত্তর চন্ডিপুর পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের সদস্য। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়।ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ ভুতনির উত্তর চন্ডিপুর অঞ্চলের চম্পানগর হাটে সরকারি প্রাণের ত্রিপল ৮০০ টাকা জোড়া দামে সাইকেলে করে বিক্রি করছেন। এমনকি হাটের গ্রাহকরা তার কাছে দামদর করে সেই ত্রিপল কিনেও নিচ্ছেন। স্থানীয় এক এলাকাবাসী শাজাহান শেখ জানান তারা হাটে গিয়ে দেখেন রাজ্য সরকারের সিলমোহর দেওয়া সরকারি ত্রানের ত্রিপল খোলা হাটে বিক্রি করা হচ্ছে।তিনি বিক্রেতা রেফাল শেখকে এই ত্রিপল কোথা থেকে এলো জিজ্ঞেস করতে তিনি বলেন তার কাছে আরও অনেক ত্রিপল রয়েছে,লাগলে বলবেন। কিন্তু কোথা থেকে এলো এই ত্রিপাল তা নিয়ে কোন সদুত্তর দেয়নি রেফাল।এলাকাবাসীদের অভিযোগ সরকারি ত্রাণের ত্রিপল যেখানে দুঃস্থ ও ভাঙ্গন কবলিতরা পাচ্ছে না সেই জায়গায় প্রশাসনের নজর এড়িয়ে খোলা বাজারেকীভাবে বিক্রি হচ্ছে এই ত্রিপল গুলি। তবে ঘটনা সম্পর্কে উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির শেখ বলেন, তিনি নিজেও সেই ভিডিওটি দেখেছেন, কিন্তু কোথা থেকে বা কিভাবে তার আত্মীয়ের কাছে এই ত্রিপাল আসলো বা কোথায় সে বিক্রি করছে তা তার জানা নেই।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর