ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

অসহায় গরীব মানুষের পাশে বাঁকুড়ার হিতৈষী

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৯ ০৭ ৪১  

হিতৈষী বাঁকুড়া" প্রতি বছরই দুর্গাপূজায় দুঃস্থ মানুষের হাতে শারদ উপহার তুলে দেয়।  বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে তারা এই অনুষ্ঠান করে থাকে। ইতিপূর্বে ইন্দপুর ,গঙ্গাজলঘাটি, বাঁকুড়া টু ইত্যাদি স্থানে দুর্গাপূজার অনুষ্ঠান করা হয়েছে।আজ,মহাষষ্ঠীর দিন কুস্থল হয়ে মেজিয়া যাওয়ার পথে ছয়টি গ্রাম-- সরাকডিহি ,পাহাড়ি,লাউডাঙা বেনাবাইদ, ঘনবন, রামলালপুর ও কেন্দুট গ্রামের প্রায় জনা ৭০ মহিলাদের হাতে বস্ত্র উপহার দেওয়া হল। হিতৈষী'র সম্পাদক অরবিন্দ দাস জানান,এই মহতী অনুষ্ঠান কার্যকর করার জন্য  হিতৈষী বাঁকুড়ার পক্ষ থেকে অনেকের কাছে তাদের নিজেদের সাধ্যমত অনুদান দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল এবং সবাই সাধ্যমত সাহায্য করেছেন।উপহার পাওয়া মায়েদের আনন্দে আমরা অভিভূত।প্রতি বছরের ন্যায় আবার শীতের প্রাক্কালে শীতবস্ত্র উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর