রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অসহায় গরীব মানুষের পাশে বাঁকুড়ার হিতৈষী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার

হিতৈষী বাঁকুড়া" প্রতি বছরই দুর্গাপূজায় দুঃস্থ মানুষের হাতে শারদ উপহার তুলে দেয়।  বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ফিরিয়ে তারা এই অনুষ্ঠান করে থাকে। ইতিপূর্বে ইন্দপুর ,গঙ্গাজলঘাটি, বাঁকুড়া টু ইত্যাদি স্থানে দুর্গাপূজার অনুষ্ঠান করা হয়েছে।আজ,মহাষষ্ঠীর দিন কুস্থল হয়ে মেজিয়া যাওয়ার পথে ছয়টি গ্রাম-- সরাকডিহি ,পাহাড়ি,লাউডাঙা বেনাবাইদ, ঘনবন, রামলালপুর ও কেন্দুট গ্রামের প্রায় জনা ৭০ মহিলাদের হাতে বস্ত্র উপহার দেওয়া হল। হিতৈষী'র সম্পাদক অরবিন্দ দাস জানান,এই মহতী অনুষ্ঠান কার্যকর করার জন্য  হিতৈষী বাঁকুড়ার পক্ষ থেকে অনেকের কাছে তাদের নিজেদের সাধ্যমত অনুদান দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল এবং সবাই সাধ্যমত সাহায্য করেছেন।উপহার পাওয়া মায়েদের আনন্দে আমরা অভিভূত।প্রতি বছরের ন্যায় আবার শীতের প্রাক্কালে শীতবস্ত্র উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।