ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বানভাসীদের খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো মালদা জেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, মালদা:

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ২২ ১০ ০৩   আপডেট: ৫ অক্টোবর ২০২৩ ২২ ১০ ০৩

মালদা:- খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো মালদা জেলা প্রশাসন। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন মালদহের পুরাতন মালদার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড। গত কয়েক দিনের টানা খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভা এলাকায় মহানন্দার জলে বানভাসীদের পরিস্থিতি পরিদর্শনে গেলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী। এদিন সঙ্গে ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সহ অন্যান্যরা। তারা এদিন বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দেখেন। বন্যা দুর্গতদের খোঁজখবর নিয়ে তাদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 
   এদিন পুরাতন মালদা পৌরসভার যে সমস্ত ওয়ার্ডগুলি জনমগ্ন হয়ে রয়েছে সে সমস্ত এলাকা গুলো প্রথমে পরিদর্শন করেন এবং তারপর ত্রান শিবিরে গিয়ে বানভাসি পৌর নাগরিকদের কিছু ত্রাণের সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। 
    পাশাপাশি বানভাসি দের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলি জলমগ্ন থাকায় আমরা আশ্রয় নিয়েছি হাই মাদ্রাসা এবং জিকে বাচামারি হাই স্কুল এ সমস্ত জায়গায়। আজকে জেলা প্রশাসনের তরফে আমাদের পাশে এসে দাঁড়ানোই আমরা খুব খুশি আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী ও ত্রিপল।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর