ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

সিপিআই পার্টি এর পক্ষ থেকে ৫ দফা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন বিডিও কে

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২ ১১ ১১ ৩৫  

রাজ্যে আবাস যোজনায় লাগাদার দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন সিপিআই  । এদিন ধুলিয়ান পরিষদীয় সিপিআই পার্টি এর পক্ষ থেকে  ৫  দফা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন সামসেরগঞ্জ  ব্লক জয়েন্ট  বিডিও কে স্মারকলিপি প্রধান  । পাশাপাশি এদিন একটি পথসভারও আয়োজন করা হয় । উক্ত পথসভায়   রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ সিপি(আই )নেতৃত্বের।

 সি:পি :আই (CPI)পরিষদীয় কমিটির  পাঁচ দফা দাবি গুলি হলো।

১:  ডাকবাংলা থেকে ইশা কোম্পানি মোড় পর্যন্ত রাস্তার মেরামতের ব্যবস্থা করতে হবে ও 
 ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে  জল নিষ্কাশনের ব্যবস্থা তৈরি করতে হবে। নতুন ভাবের পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জলের সুব্যবস্থা করতে হবে । এছাড়া  প্রতিটি পঞ্চায়েতে BSK কেন্দ্র থেকে আঁধার পরিষেবা দেওয়া। এবং সামশেরগঞ্জ গঙ্গা ভাঙন কবলিত  এলাকার মানুষদের জন্য স্থায়ী সমাধান  এবং পুনর্বাসনের ব্যবস্থা করা।

 এদিনের পথসভায় উপস্থিত ছিলেন   , সামসেরগঞ্জ ব্লকের সভাপতি ডালিম শেখ, ধুলিয়ান আঞ্চলিক পরিষদদের সেক্রেটারি  মানোয়ার হোসেন,   এছাড়ো মালদা জেলার সেক্রেটারি বাবর বিশ্বাস,কৃষক নেতা জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃত্বরা।

Puspaprovat Patrika