ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

নিরাপত্তার সমস্যায় পড়েছেন আশাকর্মীরা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ০৪ ০৪ ৩৩  

মালদা:কাজে নেমে নিরাপত্তার সমস্যায় পড়েছেন আশাকর্মীরা৷ তাই সেই কাজ আর করবেন না বলে মঙ্গলবার চাচল মহকুমা শাসককে লিখিতভাবে জানিয়ে দেন তাঁরা৷ শুধু মহকুমা শাসক'ই নয়, নিজেদের সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়েছেন চাচোল-১ এর বিডিও এবং চাচোল-১ ব্লক স্বাস্থ্য আধিকারিককেও৷ এদিন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মহকুমা শাসকের ভবন চত্বরে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি রুখতে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। উপভোক্তাদের তালিকার নাম ধরে রাজ্যজুড়ে সার্ভে শুরু হয়েছে। সেই দায়িত্ব দেয়া হয়েছে আশাকর্মীদেরও। কিন্তু সেই কাজ করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। অভিযোগ, গ্রামে গিয়ে হুমকির মুখে পড়ছেন তাঁরা। তাই তাঁরা এই কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন তাঁরা চাঁচলের মহকুমা শাসক, চাচল-১ এর বিডিও এবং চাঁচল-১ ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে জানান।

 

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের চাঁচল-১ ব্লকের সম্পাদিকা মেহেবুবা খাতুন বলেন, ‘আবাস যোজনা নিয়ে বিভিন্ন রকমের অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে। জটিল এই পরিস্থিতিতে আশাকর্মীদের চাপের মুখে কেন ঠেলে দেওয়া হচ্ছে। তা কিছুতেই বোধগম্য হচ্ছেনা। আমাদের এই বাড়তি দায়িত্ব থেকে যাতে অব্যাহতি দেওয়া হয়। এটাই আমাদের মূল দাবি। আশাকর্মীদের আশঙ্কা, মূলত গর্ভবতী মা ও শিশুদের জন্য তাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে সার্ভের কাজ করতে হলে মা ও শিশুর উপর তাদের যে দায়িত্ব রয়েছে, সেই কাজে বিঘ্ন ঘটতে পারে।’ তাদের আরও অভিযোগ, স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুযায়ী যে অতিরিক্ত কাজের বোঝা চাপানো হয়েছে। সেই জন্য অতিরিক্ত কোনও পারিশ্রমিকও নিশ্চিত করা হয়নি। এমনকি পর্যাপ্ত সময় দেওয়া হয়নি সার্ভে করার জন্য। স্বাস্থ্য দপ্তর বাড়তি অতিরিক্ত কাজের বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আশাকর্মীদের স্বাস্থ্য বিষয়ে অসংখ্য রকমের কাজের দায়িত্ব তাদের পালন করতে হয়। তার উপরেও আশাকর্মীদের উপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর