ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বিষাদ মনেই কোজাগরী লক্ষ্মীর আরাধনায়

শ্রীকৃষ্ণ মাইতি, পূর্ব মেদিনীপুর

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০ ১১ ১১ ৫৯  

শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। দুর্গাপূজার মতো লক্ষ্মী পূজাতেও ছাপ ফেললো করোনা! মহামারীর আবহে এবারের লক্ষ্মী পুজো একেবারেই ম্লান। তাই, বিষাদ মনেই কোজাগরী আরাধনায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কুলবেড়্যা সুরসঙ্গম ক্লাব। এবছরের পূজা ৩১বছরে পদার্পণ করেছে। পূজো মন্ডপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি, দেবব্রত দাস, মহাশয়, উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ, সিরাজ খাঁন মহাশয়, মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী, গোপাল মাইতি, দেবকমল দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি, দেবব্রত দাস বলেন, করোনা আবহে সরকারি নির্দেশ মেনে পূজা আয়োজন করেছে সুরসঙ্গম ক্লাব। কভিড 19 যোদ্ধাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আয়োজন করেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর