ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ওদলাবাড়িতে বাড়ি বাড়ি খাবার পৌঁছালো তৃনমুল কংগ্রেস

দেবজ্যোতি মুখার্জী

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০ ১৮ ০৬ ০১   আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৮ ০৬ ০১

মালবাজার,

করোনা ভাইরাসের আতঙ্কে ২১ দিনের লগ ডাউন চলছে ভারতবর্ষে। আর এই লগ ডাউনের জন্য সব থেকে বেশি সমস্যায় পরছে গরীব মানুষেরা। অর্থাৎ যারা দিন এনে দিন খায়। 
এই গরীব মানুষদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।  বসে নেই তৃনমুল নেতৃত্বও। 
শনিবার দিন তাই ওদলাবাড়ি তৃনমুলের পক্ষ থেকে  গরীব মানুষদের জন্য চলছে কাচা খাবার প্যাকেটিং।  অর্থাৎ এক একটি প্যাকেটে থাকছে ৫ কেজি চাল, আলু, টমেটো, লংকা, বাধাকপি এবং তেল। 
শনিবার দিন এই খাবারে  প্যাকেট গুলো গরীব পরিবারের হাতে পৌচ্ছে দেওয়া হয়েছে । যাতে কোন মানুষ না খেয়ে না থাকে।
তৃনমুলের মাল ব্লক সভাপতি তমাল ঘোষ বলেন, আমরা প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় এই প্যাকেটিং খাবার গরীব মানুষদের বাড়ি পৌছে দেব
 মুখ্যমন্ত্রী যে ভাবে গরীব মানুষের পাশে দারিয়েছেন, আমরা উনার সৈনিক হিসেবে উনা পথ অনুসরণ করছি মাত্র
শুধু আজকেই নয় প্রতি ৪ দিন অন্তর এই ভাবেই খাবার পৌছে দেওয়া হবে। আজ প্রায় ৫০০ পরিবার কে এই প্যাকেটিং খাওয়ার দেওয়া হবে। এলাকার সকল পঞ্চায়েত সদস্য, তৃনমুল নেতৃত্ব,  কর্মিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর