ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

চাঁচল গ্রাম পঞ্চায়েতে অকেজো সাব মার্সিবল,তীব্র জলের সংকট

উমার ফারুক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০ ০৯ ০৯ ০১  

মালদহ জেলার চাঁচল-১ ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতে অকেজো হয়ে আছে বেশ কিছু সাব মার্সিবল পাম্প।

গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিপুরে অবস্থিত এইরকম একটি সাব মার্সিবল পাম্প দীর্ঘদিন ধরেই অকেজো হয়ে পড়ে আছে বলে স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে।আশেপাশের এলাকায় কোন পিএইচই ও না থাকায় পরিস্রুত পানীয় জলের জন্য এই সাব মার্সিবল পাম্পের উপর এই এলাকার বাসিন্দা দের নির্ভর করতে হয়।কিন্তু সেটি অকেজো হয়ে যাওয়ায় বাধ্য হয়ে টিউবওয়েলের  আয়রন ও আর্সেনিক যুক্ত জল পান করতে হয়।ফলে এই  আয়রন  ও আর্সেনিক যুক্ত জল পান করে নানা রকম পেটের রোগে ভুগতে হয় এলাকার বাসিন্দা দের।পরিস্রুত পানীয় জলের জন্য এই এলাকার বাসিন্দাদের দূর দুরান্তে ছুটতে হয় কিন্তু প্রতিদিন তা সম্ভব হয় না।বাধ্য হয়েই তখন দৈনন্দিন প্রয়োজনে নলকূপের জলের উপর নির্ভর করতে হয়।ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেদার প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট ফুরালেই তাদের আর দেখা মেলে না।নির্বাচনের সময় প্রচারে আসা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের এই বিষয়ে জানানো হলে তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু নির্বাচন শেষে আর দেখা নেই।স্থানীয় বাসিন্দা দীনেশ মন্ডল,উজ্জ্বল মন্ডল,মাসুম সরকার প্রমুখ জানান,কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে অবস্থিত সাব মার্সিবল পাম্প  চালু হওয়ার পর বছর ঘুরতে না ঘুরতে ই খারাপ হয়ে যায়।কাশিপুর,বিদ্যানন্দ পুর, বোয়ালিয়া সহ আশেপাশের বেশকিছু গ্রামের মানুষ জনকে পরিস্রুত পানীয় জলের জন্য এই সাব মার্সিবল পাম্পের উপর নির্ভর করতে হয়। কিন্তু বর্তমানে এই পাম্প অকেজো হয়ে যাওয়ায় কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল ই এলাকার বাসিন্দা দের একমাত্র ভরসা।দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকা এই সাব মার্সিবল পাম্প সচল করতে স্থানীয় প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানানো সত্বেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নি বলে জানান স্থানীয় লোকজন।দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ থাকায় জলের নল গুলো ভেঙে পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায় ২০১৩-১৪সালের অর্থবছরে দুই লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয় এই সাব মার্সিবল পাম্প।
মালদহ জেলা পরিষদের থার্ড এসএফসি (3rd s f c) ফান্ড থেকে। 
এই প্রকল্প টির উদ্বোধন করেন তৎকালীন চাঁচল গ্রাম পঞ্চায়েতে প্রধান আদর্শ কুমার রাম,উপ প্রধান আবেদ হোসেন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূরেফা বিবি প্রমুখ।উদ্বোধনের পর প্রায় এক বছর ঠিকঠাক জল সরবরাহ হয়।তারপর থেকে এপর্যন্ত অকেজো হয়ে পড়ে আছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সাব মার্সিবল পাম্পটি পুনরায় চালু করা হলে এই এলাকার মানুষ খুবই উপকৃত হবেন বলে বাসিন্দারা জানান।দীর্ঘদিন ধরে পরিস্রুত পানীয় জলের যে সংকট তৈরি হয়েছিল তা গরম বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করেছে।পানীয় জলের অভাবের জন্য এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।দ্রুত পরিস্রুত পানীয় জলের জন্য সাব মার্সিবল পাম্পটি চালু করতে হবে  এই দাবিই জোরালো হচ্ছে বাসিন্দাদের মধ্যে।শুধু কাশিপুর নয় এই গ্রাম পঞ্চায়েত এলাকায় আরো একাধিক সাব মার্সিবল পাম্প অকেজো হয়ে পড়ে আছে কিন্তু সেগুলো চালু করতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না।
এই প্রসঙ্গে চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী বলেন,চাঁচল-১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্রুত পানীয় জলের জন্য প্রায় ১৫-২০ টি সাব মার্সিবল পাম্প বসানো হয়েছে।এর মধ্যে অধিকাংশই সচল আছে যেসব সাব মার্সিবল পাম্প অকেজো হয়ে আছে গ্রাম পঞ্চায়েত কে সেগুলো চিহ্নিত করে দ্রুত চালু করার ব্যবস্থা করতে বলা হয়েছে।আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর