ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মানুষকে কুসংস্কার থেকে বিরত করতে মেডিকেল ক্যাম্প

হক জাফর ইমাম, মালদা

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ১৮  

বিবেক বাহিনীর উদ্যোগে মালদার আদিবাসী অধ্যুষিত সোনাঝুরি গ্রামে, এলাকার মানুষকে কুসংস্কার থেকে বিরত করতে অনুষ্ঠিত হলো এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এই ক্যাম্প উপস্থিত ছিলেন সংস্থার সদস্য মোনালিসা ঘোষ, নিকিতা পোদ্দার, শান্তানু মন্ডল, অতনু মন্ডল, পার্থেন্দু সরকার, মনোজ মন্ডল, সোমা চ্যাটার্জী, আগ্নি চটার্জী, দৌপায়ন পাল এবং ভাস্কর ঘোষ এবং ডঃ মোস্তাক আহাম্মেদ। সংস্থার সদস্য ড: মোস্তাক আহাম্মেদের (মালদা মেডিক্যাল কলেজ) নেতৃত্বে 60 জন রুগী নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।  সংস্থার সদস্য অগ্নি চ্যাটার্জী জনান " মালদার জেলা থেকে 15 কিমি দুরে সোনাঝুরি গ্রামে আমদের সংস্থা বিবেক বাহিনীর উদ্যোগে আমরা এখানে একটি মেডিক্যাল ক্যাম্প করাই কারন এই এলাকার মানুষজন অনেকটা পিছিয়ে পড়েছে। "

সংস্থার সম্পাদক ভাস্কর ঘোষ জানান, " আমারা এখানে লক্ষ করি কোনো শারীরিক সমষ্যা হলে গুনি ওঝা অথবা কোনো হাতুড়ে ডাক্তারের কাছে যাই, যার জন্য এদের মধ্যে কুসংস্কারেও আচ্ছন্ন হয়ে থাকে এরা। তাই আমরা চেষ্টা করেছি এখানেই একটি মেডিক্যাল ক্যাম্পের। আমরা ভবিষ্যতেও চেষ্টা করবো আবারো ক্যাম্প করানোর।"

ডঃ মোস্তাক আহাম্মেদ জানান "  আমরা এই গ্রামে বেশির ভাগ মহিলা দূর্বল ভাব লক্ষ করা গেছে এছাড়ও  জ্বর, কাশি এসব বেশি পরিমানে লক্ষ করা গেছে। এখানে যটা দরকার সেটা হলো সচ্ছল স্বাস্যকর জীবন যাপন খুব দরকার।"

এক এলাকাবসী বাসী রাজেশ ঠাকুর জানান, এলাকা থেকে দুরে স্বাস্থকেন্দ্র তাই বিবেক বাহিনীর এই উদ্যোগে খুশি তারা, ভবিষ্যতেও আরো এরকম ক্যাম চান তারে এলাকাতে। তার জন্য আবেদন জানান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর