ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো টোটো চালকের।

০৪:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

উন্মোচিত হল `আন্তর্জাতিক দ্বিভাষিক কাব্য`

উন্মোচিত হল 'আন্তর্জাতিক দ্বিভাষিক কাব্য' 

 

নিজস্ব প্রতিবেদক 

 

ধুলিয়ান: আজকে মোঃ ইজাজ আহামেদ অনুবাদিত ও সম্পাদিত 'আন্তর্জাতিক দ্বিভাষিক কাব্য' (International Bilingual Poetry) বইটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়ের হাত দিয়ে। উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়, অমুহা কদমতলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাহিত্যিক মাননীয় আনোয়ার হোসেন সিদ্দিকী মহাশয়, হাউসনগর প্রতিবন্ধী মঞ্চের সভাপতি তৌসিক আহমেদ মহাশয়, সমাজসেবী আনোয়ার হোসেন (অপু) মহাশয়, মোঃ ইজাজ আহামেদ প্রমুখ ব্যক্তিবর্গ।

এই বইটিতে ৬২ টি দেশের ১৪৭ জন আন্তর্জাতিক কবি রয়েছেন। তার মধ্যে ৫ জন নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। বইটি শীঘ্রই অ্যামাজনে পাওয়া যাবে বলে জানান অনুবাদক ও সম্পাদক - মোঃ ইজাজ আহামেদ।

১২:০৭ পিএম, ২ নভেম্বর ২০২৫ রোববার

অনুষ্ঠিত হল মলাট সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন ও কবি সম্মেলন

 

 

অনুষ্ঠিত হল মলাট সাহিত্য পত্রিকার মোড়ক উম্মোচন ও কবি সম্মেলন 

 

মোঃ ইজাজ আহামেদ ও ইমদাদুল ইসলাম 

 

শিয়ালদহ: আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ১৪৩২ প্রকাশ এবং মহা কবি সম্মেলন হয়ে গেল গত ২৭-অক্টোবর ২০২৫, সোমবার, শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। মহাসাড়ম্বরে প্রকাশিত হল ডক্টর স্বরূপ মালাকার সম্পদিত আন্তর্জাতিক মলাট সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ও কবি সম্মেলন। এই বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন প্রায় শতাধিক কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সকাল ১১ টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এদিন পত্রিকা প্রকাশের পাশাপাশি সঙ্গীত, স্বরচিত কবিতা পাঠ, শ্রুতি নাটক, অতিথিবর্গের বক্তব্য ও উপস্থিত ব্যক্তিদের মেমেন্টো, মানপত্র প্রদান অনুষ্ঠিত হয়। এছাড়া কবিরত্ন সম্মাননা দেওয়া হয় ৭ জন কবিকে, সাহিত্যরত্ন সম্মাননা দেওয়া হয় ৫ জন সাহিত্যিককে, সঙ্গীত রত্ন সম্মাননা দেওয়া হয় ৫ জন সংগীতশিল্পীকে, জীবন কৃতি সম্মাননা দেওয়া হয় ১২ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে, বঙ্গরত্ন সম্মাননা দেওয়া হয় ৭ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। বীরাঙ্গানা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ সম্মাননা পান তিনজন বিদগ্ধ নারী। এছাড়াও প্রমিলা বালা দেবী স্মৃতি পুরস্কার ও গরবিনী কিংবদন্তি মাতা চুমকি দেবী পুরস্কার পান শিক্ষাবিদ, সাহিতিক ও সম্পাদক ডক্টর 

স্বরূপ মালাকার। তাছাড়াও কলকাতা প্রেস ক্লাব মহারাজা সম্মাননা ২০২৫ প্রদান করেন ডক্টর মালাকারকে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সহ ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা প্রমূখ রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে আগত কবি,সাহিত্যিকগণ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথীরাজ সেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ডক্টর শ্যামল গুপ্ত মহাশয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ও সংগীত স্রষ্টা আন্তর্জাতিক সংগীতশিল্পী ডক্টর দেবব্রত দত্ত মহাশয়, কবি ও সম্পাদিকা তনুশ্রী রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী মহ: ইউসুফ মল্লিক মহাশয় , সাহিত্যিক ও সংগঠক হিমাদ্রিশেকর দে মহাশয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাক্তন ব্রিগেডিয়ার ও সাহিত্যিক তুষার কান্তি মুখোপাধ্যায়। অনুষ্ঠানটিকে দক্ষভাবে পরিচালনা করেন কবি ও বাচিক শিল্পী সুপ্রিয়া ঘোষ ও সম্পাদক ডক্টর স্বরূপ মালাকার। পত্রিকাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত মৌগ্রাম থেকে প্রকাশিত হয়।

০৮:০৩ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

Puspaprovat Patrika