ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বিধায়ক বাইরন বিশ্বাসের জন্মদিন উপলক্ষে সাগরদিঘীতে বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান।

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ৩৪   আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ৩৪

সাগরদিঘী :মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। বুধবার বিকেলে নিজের জন্মদিনে আনন্দ ভাগ করে নিতে তিনি বেছে নিলেন সমাজসেবার পথ।এদিন সাগরদিঘী ব্লকের অন্তর্গত ১১টি অঞ্চলের বিশেষভাবে সক্ষম, ১১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করেন তিনি। এদিন আনুষ্ঠানিকভাবে সাগরদিঘী বিধায়ক ভবনে, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা।হুইল চেয়ার গ্রহণকারীদের মুখে ছিল আনন্দের হাসি। অনেকে জানিয়েছেন, এই সহায়তা তাঁদের দৈনন্দিন চলাচলে নতুন আশা ও স্বাচ্ছন্দ্য এনে দেবে। একজন উপকারভোগী বলেন, "আমরা ভেবেছিলাম হয়তো জন্মদিনে শুধু কেক কাটা আর শুভেচ্ছা বিনিময় হবে। কিন্তু বিধায়ক বাইরন বিশ্বাস আমাদের কথা ভেবে এই উপহার দেবেন, সেটা কখনো ভাবিনি।"এলাকার বিশিষ্টজনেরা এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, জন্মদিনকে স্মরণীয় করে রাখার এ এক অনন্য দৃষ্টান্ত। শুধু হুইল চেয়ার বিতরণ নয়, বিভিন্ন সময়ে চিকিৎসা শিবির, শিক্ষাসামগ্রী বিতরণ,, দুর্যোগে ত্রাণ প্রদান—এই ধরনের অসংখ্য সমাজসেবামূলক কাজের জন্য এলাকায় প্রশংসিত হন বাইরন বিশ্বাস।নিজের বক্তব্যে বিধায়ক বাইরন বিশ্বাস জানান, "আমার জন্মদিনে আমি চাই মানুষের মুখে হাসি ফুটুক। এই হুইল চেয়ার হয়তো বড় কিছু নয়, কিন্তু কারো জীবনে যদি একটু স্বস্তি এনে দেয়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর