বিধায়ক বাইরন বিশ্বাসের জন্মদিন উপলক্ষে সাগরদিঘীতে বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার প্রদান।
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:৪৪ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪৪ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার

সাগরদিঘী :মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। বুধবার বিকেলে নিজের জন্মদিনে আনন্দ ভাগ করে নিতে তিনি বেছে নিলেন সমাজসেবার পথ।এদিন সাগরদিঘী ব্লকের অন্তর্গত ১১টি অঞ্চলের বিশেষভাবে সক্ষম, ১১ জন প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করেন তিনি। এদিন আনুষ্ঠানিকভাবে সাগরদিঘী বিধায়ক ভবনে, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা।হুইল চেয়ার গ্রহণকারীদের মুখে ছিল আনন্দের হাসি। অনেকে জানিয়েছেন, এই সহায়তা তাঁদের দৈনন্দিন চলাচলে নতুন আশা ও স্বাচ্ছন্দ্য এনে দেবে। একজন উপকারভোগী বলেন, "আমরা ভেবেছিলাম হয়তো জন্মদিনে শুধু কেক কাটা আর শুভেচ্ছা বিনিময় হবে। কিন্তু বিধায়ক বাইরন বিশ্বাস আমাদের কথা ভেবে এই উপহার দেবেন, সেটা কখনো ভাবিনি।"এলাকার বিশিষ্টজনেরা এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, জন্মদিনকে স্মরণীয় করে রাখার এ এক অনন্য দৃষ্টান্ত। শুধু হুইল চেয়ার বিতরণ নয়, বিভিন্ন সময়ে চিকিৎসা শিবির, শিক্ষাসামগ্রী বিতরণ,, দুর্যোগে ত্রাণ প্রদান—এই ধরনের অসংখ্য সমাজসেবামূলক কাজের জন্য এলাকায় প্রশংসিত হন বাইরন বিশ্বাস।নিজের বক্তব্যে বিধায়ক বাইরন বিশ্বাস জানান, "আমার জন্মদিনে আমি চাই মানুষের মুখে হাসি ফুটুক। এই হুইল চেয়ার হয়তো বড় কিছু নয়, কিন্তু কারো জীবনে যদি একটু স্বস্তি এনে দেয়, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দ।