ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫   মাঘ ৫ ১৪৩১   ১৮ রজব ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ধুলিয়ান চ্যালেঞ্জের কাপে ফাইনালে আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩ ২১ ০৯ ৩৭  

ধুলিয়ান চ্যালেঞ্জের কাপে জঙ্গিপুর একাদশকে  হারিয়ে ফাইনালে  আপ্যায়ন   মিষ্টান্ন ভান্ডার।

সামসেরগঞ্জ সবুজ সংঘের পরিচালনায়  আজ ধুলিয়ান চ্যালেঞ্জর কাপের জমজমাটের সাথে উপভোগ করলো সামশেরগঞ্জের ক্রিকেটপ্রেমীরা।দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয় আজ । আপ্যায়ন  মিষ্টান্ন ভান্ডার বনাম জঙ্গিপুর একাদশ ।আপ্যায়ন  মিষ্টান্ন ভান্ডার    প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।  ফলে ১৪ ওভার শেষে ২১৬  রানের সর্বাধিক স্কোর   খাড়া করেন  । এদিন ছক্কার বন্যা ধুলিয়ান চ্যালেঞ্জের কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারে ব্যাটারদের  । তবে হ্যাঁ দুর্দান্ত ইনিংস খেলেন  আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডারের ব্যাটার অঙ্কুর, তিনি ৪৬ বলে ১০১ রানের  সেঞ্চুরি হাকান।   পাশাপাশি এদিন  শুরু থেকে বিধ্বংসী ইনিংস খেলেন আপ্যায়ন   মিষ্টান্ন ভান্ডারের ব্যাটাররা।  অপরদিকে ২১৭  রানের লক্ষ্যে নামে  জঙ্গিপুর একাদশের ব্যাটাররা ।  মাত্র ৬৮ রানে অল আউট হয়ে  সেমিফাইনাল থেকে ছিটকে যায় জঙ্গিপুর একাদশ  । অবশেষে  দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিং করে  ১৪৮ রানে   রানে জয়ী হয়ে ফাইনালে পৌছালো আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার একাদশ  । এদিন আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে  আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার  একাদশ জয়ী হওয়ার জন্য ৫০০০ টাকা নগদ  পুরস্কৃত করেন   লালপুর ১৮ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী  লাল মোহাম্মদ ওরফে লালু ।

 এ দিনের খেলায় জয়ী হওয়ার পর আপ্যায়ন   মিষ্টান্ন ভান্ডারের  টিম ম্যানেজমেন্ট -বাসির আলী জানান - দর্শক আজকে উৎসাহের সাথে এই শামসেরগঞ্জ ফুটবল গ্রাউন্ডে  দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ  আনন্দের সাথে   উপভোগ করল । রবিবার অর্থাৎ ১৫ই জানুয়ারি   ধুলিয়ান চ্যালেঞ্জার কাপের মেগা ফাইনালের মুখোমুখি হতে যাচ্ছে   আপ্যায়ন মিষ্টান্ন ভান্ডার বনাম  শাহরুখ একাদশ ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর