ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

গার্মেন্টস শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধের দাবি

জাগরণ প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ৫১  

নাজ নীটওয়্যার লিমিটেড গার্মেন্টস শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধের দাবি জানিয়েছে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা।

একই সঙ্গে শ্রমিকদের নামে 'মিথ্যা' মামলা প্রত্যাহার দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

বুধবার ( ভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে দাবি জানানো হয়।

কারখানার শ্রমিক নেতা সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের  সাবেক সমন্বয়কারী মাহাবুবুর রহমান ইসমাইল, ইন্ডাষ্ট্রিয়াল বাংলাদেশের সহসাধারণ সম্পাদক নূর ইসলাম, গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সদস্য সচিব শফিকুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী মাহতাব উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন কারণে নাজ নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা আজ আইনগত পাওনা থেকে বঞ্চিত। তারা তাদের প্রাপ্য পাওনা পাচ্ছেন না সে প্রতিষ্ঠান থেকে। পাওনা আদায়সহ বিভিন্ন সমস্যার প্রতিবাদ করায় শ্রমিকদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' দেওয়া হয়েছে। যা কোন ভাবেই কাম্য নয়।

শ্রমিকদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, এই ধরণের মামলার ফলে শ্রমিকরা হয়রানি হলে গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষ প্রশাসনের ওপর আস্থা হারাবে। শ্রমিকরা স্বল্প বেতনে চাকরি করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করেন। আইনগত পাওনা না পেলে এ অসহায় শ্রমিকরা কোথায় যাবে? তাই অবিলম্বে কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেয়ার দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিএস

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর