ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৩ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে জট কাটল দুই পুরসভার

হক নাসরিন বানু

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪ ০২ ৩৪  

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে জট কাটল দুই পুরসভার।


দুই পৌরসভার অনাস্থার জট কাটল রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপে । গত কয়েকদিন ধরে দুই পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছিলেন দলীয় কাউন্সিলাররা। এনিয়ে দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে। শাসকদলের মালদা জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গোলাম রব্বানি ছাড়াও জেলা সভানেত্রী মৌসম নুর নিজেও সমস্যা মেটাতে হস্তক্ষেপ করেন। কিন্তু কোনো সমাধানসূত্র মেলেনি। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ কাউন্সিলারদের বোঝাতে কলকাতায় ডেকে পাঠান তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে দুই পুরসভার পুরপ্রধান এবং কাউন্সিলারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে। সেই বৈঠকেই পুর মন্ত্রী অনাস্থা প্রত্যাহারের জন্য নির্দেশ দেন। এছাড়াও দুই পুরপ্রধানের বিরুদ্ধে দলীয় স্তরে তদন্ত কমিটি গঠনের কথাও জানান। এই বিষয়ে মালদা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানী, মৌসম নুর, ও সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন, ফিরহাদ হাকিম জানিয়েছেন, একটি কমিটি তৈরি করে পুরসভার কাউন্সিলরদের অভিযোগ খতিয়ে দেখা হবে। সামনে মহরম ও  দুর্গাপূজা, কালীপূজা রয়েছে। সেই কারণে মন্ত্রী নির্দেশ দেন, যেমন কাজ চলছে তেমনই চলবে। বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে উপ পৌরপ্রধান দুলাল সরকারের উপর মালদা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু বলেন,সমস্ত কাউন্সিলরদের নিয়ে বিধানসভায় আলোচনা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নির্দেশ দেন, মহরম, দূর্গাপূজা ও কালীপুজা পর্যন্ত এভাবেই পুরসভা চলবে। দুই পুরসভাতেই একই নির্দেশ দেন তিনি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর