ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

সোমবার   ১৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

ফের কুসংস্কারের বলি এক গৃহবধূ

পল মৈত্র

প্রকাশিত: ২৫ জুন ২০১৯ ০১ ০১ ০২  

ফের কুসংস্কারের বলি এক গৃহবধূ

 

পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ

 দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি থানার অন্তর্গত ৩ নং উদয়পুর গ্ৰাম পঞ্চায়েতর কারাদার এলাকায় কুসংস্কারে  বিশ্বাস করে বেঘোরে প্রান গেল এক গৃহবধূর। মৃতা ওই গৃহবধূর নাম খাইরুন খাতুন(৩০)।   ঘটনাটি শনিবার সন্ধ‍্যায় ঘটে বলে জানা গিয়েছে। সাপ কামড় দিলে খাইরন খাতুনকে কারাদার গ্ৰামের বাসিন্দারা  হাসপাতালে না নিয়ে গিয়ে অন্ধ বিশ্বাসে ভর করে গ্ৰামের এক ওঝাঁর কাছে নিয়ে গিয়ে ঝাঁড় ফুক করতে শুরু করলে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং একঘন্টা পর গৃহবধূকে কুশমন্ডি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকব মৃত‍ বলে ঘোষনা করেন। পুলিশ সূত্রের খবর,  মৃত‍া গৃহবধূর স্বামী সেলিম আলী ভিন্ন রাজ‍্যে কাজ করেন এবং  তাদের একটি পাচ বছর বয়সের ছেলে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর  ছড়িয়ে পড়তেই এলাকায়  চাঞ্চল্য ছড়ায় । সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলেছেন এত সচেতনতা প্রচারের পর অন্ধ বিশ্বাসে ঝাড় ফুক  কেন ?    রবিবার কুশমন্ডি থানার পুলিশ মৃত‍া গৃহবধূর  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই প্রসঙ্গে মৃত‍ার আত্মীয়রা বলেন, মহিপাল বাজার থেকে ওই গৃহবধূ বাড়ী যাচ্ছিলো,  বাড়ীর সামনে রাস্তায় তাকে সাপে কামড় দেয়। এই প্রসঙ্গে ৩  নং  উদয় পুর গ্ৰাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণ বসাক বলেন, আমি খবর পেয়েছি আমার গ্রামেরই গৃহবধূ  খাইরুন খাতুন কে সাপ কামড় দিয়েছে।  যেহেতু  কুসংস্কারে গ্রাম আচ্ছন্ন হয়ে আছে তাই চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে  গ্ৰামবাসীরা ওঝাঁর নিয়ে যাওয়াই ওই গৃহবধূ মৃত্যুর কোলে ঢোলে পড়ে। কারাদার গ্ৰামটি কুসংস্কারে  আচ্ছন্ন হয়ে আছে, আমরা চেষ্টা করব আর এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং  সকলকে সচেতন করবো যাতে  মানুষের কোন রকম রোগ ব্যাধি হলে সর্বপ্রথম যেন হাসপাতালে নিয়ে যায়। সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর