ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

লকডাউনে পুলিশি অত্যাচার

পোস্ট অফিস কর্মীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য

জব্বার আলী, ইসলামপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০ ২১ ০৯ ৫৬  

পোস্ট অফিসের কর্মচারী এবং তার ছোট ছেলেকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দাসপাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত দাসপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেই অফিসার, পবিত্র কুন্ডুর নামে চোপড়া থানায় এজাহার দায়ের করেছে ঘটনায় ভুক্তভোগী পোস্ট অফিসের কর্মচারী পোস্ট অফিসের কর্মচারী শরিফুল হক। শরিফুল হকের পক্ষ থেকে চোপড়া থানায় দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গেছে বুধবার 27 থেকে 29 তারিখ পর্যন্ত পোস্ট অফিসের সমস্ত আর্টিকেল পেপার আর পি এল আই এবং সেইসঙ্গে পাস বই নিয়ে গেন্দা গাছ পোস্ট অফিস থেকে তার কর্মস্থল রামগঞ্জ পোস্ট অফিসে ছোট ছেলেকে গাড়িতে করে যাচ্ছিলেন ওই কর্মী ।পথিমধ্যে পীর সাহেব মোড় এলাকায় দাসপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পবিত্র কুন্ডু তাদের গাড়ি আটকায় এবং লকডাউন মানা হচ্ছেনা বলে তার ছোট ছেলেকে অন্যায় ভাবে লাঠি দিয়ে মারধর শুরু করে এবং মুখের মাস্ক ও মাথার টুপি খুলে নেয়। এরপর নিজেকে পোস্ট অফিসের কর্মী পরিচয় দেওয়া সত্ত্বেও তার সমস্ত কাগজপত্র ছিনিয়ে নেয় এবং তাকে গাড়িতে উঠে বাড়ি যেতে বলে। এমতাবস্থায় পোস্ট অফিস কর্মী শরিফুল হক বারবার নিজেকে পোস্ট অফিসের কর্মী জানানো সত্ত্বেও পুলিশ তার কথায় কর্ণপাত করেনি বরং আরো উত্তেজিত হয়ে তাকে ধাক্কাধাক্কি ও মারধর করে এবং গাড়ির উপর উঠিয়ে দেয়। ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন সেখানে এসে ভিড় করে। এরপর ওই পুলিশ কর্মচারী তাদের কোনো কথায় কর্ণপাত না করায় ,তারা অসহায় অবস্থায় বাড়িতে ফিরে যায়। সকাল সাড়ে দশটার পর তারা বাড়িতে পৌঁছায় এবং এরপর সমস্ত ঘটনা এলাকার বিধায়ক হামিদুর রহমান কে এবং তার সেনাবাহিনীতে কর্মরত ছেলেকে জানায় ।পরবর্তীতে তারা চোপড়া থানায় গিয়ে আইসির কাছে ওই পুলিশ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে প্রকাশ পবিত্র কুন্ডু নামে ওই পুলিশ কর্মচারী লকডাউন এর নামে বহু মানুষকে হেনস্থা করছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মারধরের অভিযোগ পুলিশ কর্মচারী অস্বীকার করেছেন এবং বলেছেন একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। উল্লেখ থাকে যে ঘটনার সময় পুলিশ কর্মচারী তার সরকারী পোশাকে ছিলেন না । ওই পুলিশ কর্মচারীর বিরুদ্ধে একাধিকবার থানাতে অভিযোগ এসেছে ।এলাকার বিধায়ক হামিদুর রহমান সহ- সকলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষী পুলিশের শাস্তি দাবি করেছেন। সরকারি কর্মচারীকে পুলিশি হেনস্থার ঘটনায় অভিযোগ থেকে বারবার ফোন করা হলেও তার ফোন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি । এই ঘটনার পর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে পোস্টাল ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হবে বলে হুমকি দিয়েছেন ভুক্তভোগীর পরিবারের লোক জনেরা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর