ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

জামুয়ার রাস্তায় আশার আলো—রাণীদিঘি পাহাড় থেকে কোড়া পর্যন্ত রাস্তার শিলান্যাস বিধায়কের।

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫ ২৩ ১১ ৩১   আপডেট: ৪ আগস্ট ২০২৫ ২৩ ১১ ৩১

অবশেষে বহু প্রতীক্ষার অবসান। দীর্ঘদিনের দাবি পূরণ করে জামুয়ার রাণীদিঘি পাহাড় থেকে কোড়া পর্যন্ত রাস্তার শিলান্যাস করা হল মঙ্গলবার বিকেলে। জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন এই শিলান্যাস করেন। এই রাস্তার কাজের জন্য টেন্ডার প্রায় ৫৮ লক্ষ টাকা  জেলা অর্থনুকুলে।এদিনের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য প্রশান্ত সরকার, যাঁর নিরলস প্রচেষ্টা ও তদারকিতে এই প্রকল্পের রূপায়ণ সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এলাকার সাধারণ মানুষ। বর্ষার সময় কাঁচা রাস্তায় চলাচল করতে নাজেহাল হতে হতো, স্কুল পড়ুয়া থেকে রোগী—সবাইকেই ভোগান্তির শিকার হতে হতো।বিধায়ক জাকির হোসেন বলেন -এই রাস্তার কাজ শেষ হলে জামুয়া অঞ্চলবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”এদিনের শিলান্যাস অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন, বিশিষ্ট সমাজসেবক নবাব হোসেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা মাঝি, উপপ্রধান বকুল শেখ, পঞ্চায়েত সমিতির সদস্যা শাহনাজ বেগম, অঞ্চল তৃণমূল সভাপতি চঞ্চল নন্দী ও মহিলা ব্লক সভানেত্রী হাসিনা খাতুন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর