ব্রেকিং:
জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

কবিতা - চেয়ে দেখ

মোঃ ইজাজ আহামেদ

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪ ১৯ ০৭ ৪৯   আপডেট: ১৬ আগস্ট ২০২৪ ১৯ ০৭ ৪৯

চেয়ে দেখ
মোঃ ইজাজ আহামেদ

হতাশা, দুঃখরা যখন তোমাকে জালে জড়িয়ে রাখে,
তাকাও সুনীল আকাশের দিকে
দেখ সেও এইরকম সবসময় নির্মল থাকে না
আর এইরকম রৌদ্রজ্জ্বল ঝলমলে থাকে না,
রাত নেমে আসে, যায় ঘন অন্ধকার হয়ে।

অবসাদ যখন তোমার খুশি থাকার পথকে
দেয় রুদ্ধ করে,
তুমি চেয়ে দেখ ওই রুগ্ন শুকনো নদীকে,
বর্ষাকন্যার আগমনে সে স্বাস্থ্য পায় ফিরে,
আনন্দে গান করতে করতে কলকল করে বয়ে চলে।

তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো,
তাকিয়ে দেখো মহাকাশের দিকে-
গ্রহ, উপগ্রহ, নক্ষত্ররা নিজ কক্ষপথে
অবিরত ঘুরেই চলেছে,
ক্লান্তির নেই কোনো চিহ্ন।

তুমি যখন দুশ্চিন্তায় থাকো,
আঁখি মেলে দেখো
পাহাড়-পর্বতের দিকে,
দুশ্চিন্তার ভাঁজ পড়েনি তাদের কপালে,
প্রচন্ড ঝড়, মেঘের মাঝে অবিচল হয়ে রয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর