ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

কবিতা - চলো পালিয়ে যাই

ফারহানা আহমেদ পলি

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ ২১ ০৯ ৫০  

কবিতা - চলো পালিয়ে যাই
ফারহানা আহমেদ পলি
বাংলাদেশ

পৃথিবী  আর কত ঘুর্নায়মান  হবে তুমি?
আর কতটা  পাহারা  দিবে অতন্দ্র  প্রহরী হয়ে এই  মানব জাতিকে?
তুমি তো কেবলই  ঐ শ্রষ্টার  হুকুমের  গোলামি করছ, সে  কেবলই   মানবের কল্যাণে।
আর জানো?  আমিও কিছুটা  তাই!

পৃথিবী  তুমি  কি দাওনি বলো?
প্রতিটি  নেনো সেকেন্ড  মানবের  হৃদ স্পন্দন   জুড়ে  অবাধ বিচরণ তোমার  জনম জনম ধরে!

স্রষ্টার থেকে নিয়ে তুমি দিয়েছ নিয়মতান্ত্রিক ভোরের লাল টকটকে  সূর্য,
দিয়েছ অলস দুপুরে  ক্লান্তি নাশিতে তৃষ্ণার জল,
দিয়েছ একাকী  বিকেলের সঙ্গী  ঐ  প্রকৃতির সৌন্দর্য।

দিয়েছ  নির্ঘুম  রাতের  জোৎনা প্লাবিত নৈসর্গিক দৃশ্য মিতালিতে  প্রেমময় যৌবনের সঙ্গী ও সহচর।

পৃথিবী  দেখছনা কেমন  তোমায় ছেড়ে আর  ঐ ক্ষুধার্ত  মানবদের ছেড়ে  পাড়ি জমাচ্ছে  ঐ মঙ্গল গ্রহে ,
কোটি কোটি  টাকা  ব্যায় করছে, যেখানে  প্রাণের কোনোই  অস্তিত্ব নেই।

অথচ, তোমার  জমিনে  আঁচড়ে  পড়ে কাঁদে  অসংখ্য   অনাহারী   দুমুঠো  ভাতের জন্য।
নিরব ক্ষুধায়  আত্মঘাতী হয় কত-শত  প্রাণ।

দূষিত  করেই  চলেছে   পরিবেশ, বিষময়  তীর নিক্ষেপ  করে ঝাঁঝরা করে  দিচ্ছে  তোমার গ্রীণ হাউজ।

এতটুকুও  শুকরিয়া আদায় করেছে না কেউ,
নেই  কৃতজ্ঞতা বোধ, না আছে বিশ্বাস।

পৃথিবী  চলো পালিয়ে যাই,
সবকিছু  স্তগিত করে  মাত্র  কয়েক সেকেন্ডের জন্য।
বুঝিয়ে দিতে চাই তোমার  প্রস্থান কতোটা কষ্টের  হয়, তোমার অনুপস্থিতিতে  কতটা  নিঃস্ব হয়ে যায়  মানুষ।

আবারও ফিরে আসব
আধমরাদেরকে জাগিয়ে   তুলে গড়তে  সত্যিকারের মানবতার মানুষ ।
ঐ সৃষ্টি ও শ্রষ্টার  শুকরিয়া  করতে আদায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর