ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১২ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৬ ১৪৩২   ১৯ রবিউস সানি ১৪৪৭

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

কবিতা - একটা তুমি

ফারহানা আহাসান (বাংলাদেশ)

প্রকাশিত: ২৪ জুন ২০২৪ ১৫ ০৩ ৪১   আপডেট: ২৪ জুন ২০২৪ ১৫ ০৩ ৪১

 

একটা তুমি

 ফারহানা আহাসান

একটা গল্প ছুঁয়ে দিলে

তোমার কলমের আঁচড়ে,

কোন এক বিকেলের আকাশে

উড়ে চলে যায় ভালোবাসার গাঙচিল

তুমি শুধু আমার মনের মাঝারে।

ক্ষণে ক্ষণে তেমায় কল্পনাতে রাখি

কিছু কিছু স্বপ্ন বুনেছি এক প্রহরের রৌদ্রমাখা হৃদয়ে

চারিদিকে কী সুন্দর ফুলের ছোঁয়া

তুমি আমার কড়ারী

হেঁটে হেঁটে বহুদূর প্রিয়সী।

যখনই দেখি কোন খামখেয়ালীতে

ঐ দুটি চোখ যেন চেয়ে রয় মাতালে

শুধু শুধু সুবাসের আবদারে

আমি চাই শুধু তুমিটাকে পাশে।

অদ্ভুত সব চারিদিক

পুরো বছর যেন কাঁশফুলের আবেশে

একটা তুমি আছো পুরো জীবন মাঝে।

 

 

কবি পরিচিতি:

ফারহানা আহাসান (FARHANA AHASAN)

ফারহানা আহাসান একজন কবি এবং লেখক। 

জন্ম- ১৬ সেপ্টেম্বর। বাবা- মরহুম নাজমুল আহসান, মা- ফরহাদ জাহান। তিন বোন ও এক ভাই। স্বামী- মেজর মোহাম্মদ আশরাফুল আলম (রিটায়ার্ড)। এক ছেলে মোহাম্মদ ফাইয়াদ আলম ও এক মেয়ে আরিশা আলম। 

     শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায়। বাবার চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের থাকর সুযোগ হয়েছে। বর্তমানে ঢাকায় বসবাস করছেন পরিবারের সাথে। বিবিএ করেছেন UODA (University of Development Alternative)(2010)। পাশাপাশি কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিয়েছেন। DISM (Diploma In Information System Management) 2005, and Graphics 3D Max (2005)। 

 

  তিনি অবসর কাটান লেখালেখি ও আবৃত্তি চর্চা করে। প্রিয় রং সাদা ও আকশী। শখ করে আবৃত্তি চর্চা করেন, ডিজিটাল বিষয়ক চর্চা রাখেন ও আলোকচিত্র ধারণ করা। তিনি বর্তমানে পেশায় একজন গৃহিণী। তবে আজীবন লেখালেখি করে কাটাতে চান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর