ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

চাই পূর্ণাঙ্গ লকডাউন

এসপিকে ডেপুটেশন নাগরিক সুরক্ষা মঞ্চের

জব্বার আলী, ইসলামপুর

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০ ২০ ০৮ ১৫  

ইসলামপুর শহর ও সংলগ্ন এলাকাতে করোনার গোষ্ঠী-সংক্রমণ  রোখার তাগিদে বৃহস্পতিবার ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ইসলামপুর জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে এদিন মোট 11 দফা দাবি পেশ করা হয় ।
সংগঠনের পক্ষে সদস্য অমিত আচার্য রাজ সাহানি এবং সম্পাদক মৌনব্রত সরকার জানিয়েছেন, এই মুহূর্তে গোটা দেশের সঙ্গে ইসলামপুর তথা সংলগ্ন এলাকায় গোষ্ঠী সংক্রমণ রোখা একান্ত জরুরী। কেন্দ্র ও রাজ্য সরকারের  পক্ষ থেকে আগামী 3 মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে ।কিন্তু  কিছু লোকের অসহযোগিতা, অসচেতনতা,  এবং  প্রশাসনিক শৈথিল্যের  এর  কারণে সে লকডাউন কে পূর্ণ রূপে কার্যকর করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ মনে করে - অবিলম্বে ইসলামপুর শহরের সাতটি জায়গায় প্রবেশ এবং নিকাশি এর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ।সেই স্থান গুলি হল 31 নম্বর জাতীয় সড়কের  বিহার মোড় , বিহার মোড- আমবাগান, তিস্তা ব্রিজ ,জীবন-মোর,অলিগঞ্জ  জিএমএস ফুড  মোর, এবং আলিনগর রেলগেট। শহরের যেসব এলাকা, যেমন বাস টার্মিনাস, ইসলামপুর বাজার ,উকিলপাড়া, আশ্রমপাড়া মোর ,আরএমসি মার্কেট ,ইসমাইল চক, মেলা মাঠ এবং চৌরঙ্গী মোড় এসব জায়গায় জনসমাগম বেশি ।তাই এসব জায়গাতে পুলিশ বুথের ব্যবস্থা করতে হবে ।

পাশাপাশি শহরের সর্বত্র ড্রোনের মাধ্যমে নিরীক্ষণের ব্যবস্থার দাবি জানানো হয়েছে। ব্যাংক, বাজার এবং গ্যাসের দোকানের সামনে অযথা জমায়েত রুখা জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে । এছাড়াও রেগুলার ভাবে ব্যাংক, এটিএম, বাজার ,গ্যাসের দোকান এবং স্টেশনগুলোকে সেনিটাইজেশন করার দাবি জানানো হয়েছে। এরিয়া বা ওয়ার্ড অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণের দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে ।এছাড়াও সকাল সাড়ে দশটার পর ইসলামপুর শহরে যত্রতত্র মোটরসাইকেল ,সাইকেল টোটো চলাচলের ওপর  কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার দাবি জানানো হয়েছে ।সর্বশেষ ,সংগঠনের পক্ষে  ইসলামপুরে করোণা হসপিটাল স্থাপনের দাবি জানানো হয়েছে। সংগঠনের সম্পাদক মৌনব্রত সরকার জানিয়েছেন এ সমস্ত দাবি-দাওয়া নিয়ে ইসলামপুরের মহকুমা শাসককেও ডেপুটেশন দেওয়া হয়েছে ।জেলা পুলিশ সুপার  শচীন মক্কর জানিয়েছেন বিষয়গুলি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। পাশাপাশি মহকুমাশাসক  খুরশিদ আলম নাগরিক সুরক্ষা মঞ্চের দাবিগুলোকে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর