ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

একগুচ্ছ কবিতা

অরিন্দম চট্টোপাধ্যায়

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪ ১০ ১০ ৪৬  

 

 

কেউ কারও ভেতর

অরিন্দম চট্টোপাধ্যায় 

কলকাতা

 

কেউ কারও ভেতরে ছিল

কি না জানা নেই 

অর্ধশতাব্দী অতিক্রান্ত এক সময়

 

কেউ কারও ভেতর 

কালবৈশাখীর সন্ধ্যারাত হয়েছিল

কি না এখনও জানা নেই

অর্ধশতাব্দী চলে যাওয়া এক সময়

 

কেউ কারও ভেতর মধ্যরাত ভেঙে ছিল

কি না জানা নেই

অর্ধশতাব্দী পেরোন এক সময়

 

কেউ কারও ভেতর দিয়ে 

 দিক ভ্রান্ত হয়েছিল

কি না জানা নেই

অর্ধশতাব্দী নদী স্রোতের মত এক সময়

 

কেউ কারও ভেতর  

আকাশ ভেঙে বৃষ্টি হয়েছিল

কি না তা জানা নেই

তবুও অর্ধশতাব্দী হারানো এক সময়

 

  

 

ক্যানভাস/২

অরিন্দম চট্টোপাধ্যায় 

 

নিস্পন্দ নদীর মতো 

বিকেলের রোদ রঙ  

আর পলাশ ভূমির মতো ছড়ানো

 

 ঘু ঘু ডাকা হারানো সকাল গুলো

দীঘি জলে বিস্তৃত ঢেউ এর মতো

সরে সরে কোথায় চলে যায়

 

মহুয়াবনে ভাঙা ভাঙা নিশিরাতে

 হৃদয় হারানো যত গল্পকথা

কেউ যেন এখনও বলে যায়

 

স্তব্ধ রাত্রির মতো শুনে যাই

সামনে দাঁড় করিয়ে রেখেছি 

একটা ক্যানভাস স্ট্যাণ্ড, রঙ ও তুলি

যদি কোন শূন্য পথ ধরা দিয়ে যায়

 

 

@ অরিন্দম চট্টোপাধ্যায়, বেহালা, কলকাতা 

 

 

 

পরিচিতি - অরিন্দম চট্টোপাধ্যয় - এর জন্ম ১৯৬৭ সালের ২রা জানুয়ারি কলকাতায়। কবিতা নির্মাণে আত্মপ্রকাশ নব্বই- এর দশকে। প্রকাশিত কাব্যগ্রন্থ উড়ে যায় নীল অক্ষর, অনুভব ও বাল্যপ্রেম, বৃষ্টিকণা শ্রাবণ সুখ, ও চূর্ণি নদী তে মধ্যরাত, জলজ এস্রাজ, অন্তঃবৃত্ত ও অক্ষরস্রোত, ঈশ্বরকণা ও পৃথিবী, রবীন্দ্রনাথ ও আমি,অলীক স্বপ্ন ও সিল্যুয়েট, অবেলার অস্তরাগে, বিবর্ণ রোদ্দুর ।"এখন ময়ূরাক্ষী " ও অন্যকবিতা অনলাইন পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত।  

পুরস্কার- ধ্রুপদী সাহিত্য সংস্কৃতি সম্মাননা

   বর্ণপরিচয় অভিজ্ঞান ২০২১, শিঞ্জন সম্মাননা, মহুলবন কবিরত্ন সম্মাননা, সাহিত্যিক প্রকাশ সম্মাননা, ত্রিপুরা বাংলা সাহিত্য পরিষদ কতৃক প্রদত্ত সাহিত্যরত্ন সম্মাননা ও বিবিধ সম্মাননা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর