ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

লোকাসভা ভোট নিয়ে বুথ ভিত্তিক চতুর্থ কর্মীসভা কলিগ্রাম প্রধানের

উজির আলি

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯ ০৯ ০৯ ৫১  

চলছে ভোটের লড়াই। হিমশিম খাচ্ছে নেতা নেতৃত্ব। আবহাওয়া গরম, ভোটের লড়াই ও গরম। জেলা থেকে শুরু করে বুথ স্তর চলছে নির্বাচনী প্রচার।

একদিকে মা মাটি মানুষ অন্যদিকে ভারত মাতা কি জয়, আর একদিকে লাল সেলাম। এই ভাবেই চলছে উত্তরের লড়াই। কেউ রোড শো আর কেউ পদযাত্রা কেউ বা সভামঞ্চে।

 

এরই মধ্যে মালদহের চাঁচল 1 নং ব্লকের অন্তর্গত,

 কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত শাসক দলের প্রধান ঝোক দিয়েছেন বুথ ভিত্তিক কর্মীসভায়। প্রথম দিন নিজ বুথে। দ্বিতীয় দিন 168 নং বুথে, তৃতীয়ত হয়েছে ইমামবাড়ী বিজেপি মেম্বারের বুথে কর্মীসভা।

 

মঙ্গলবার হয়ে গেল উক্ত অঞ্চলের দেবপুর আলিগঞ্চ 164 নং দিলদার হোসেনের বুথে এক বিরাট কর্মীসভা।

শত শত কর্মী ভিড় জমাচ্ছেন এই সভায়।

প্রতিটি কর্মীসভায় মৌসমের প্রতি সারা ভালোই পাচ্ছে অঞ্চল প্রধান রেজাউল খাঁন।

 মঙ্গলবার দেবপুর বুথ কর্মীসভায় অঞ্চল প্রধান কর্মীদের প্রতি বলেন, এটা সিংহাসনের লড়াই। এই ভোট যুদ্ধে সকল কর্মীবৃন্দকে সক্রিয় ও সজাগ থাকতে হবে।

অঞ্চল প্রধান, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের নানান উন্নয়ন মুলক প্রকল্প তুলে ধরেন কর্মীদের সম্মুখে।

কর্মীদের সকাল সকাল শান্তিপুর্ন ভাবে ভোট দেওয়ার আজ্ঞা দেন অঞ্চল প্রধান।

 

দেবপুর বুথ মেম্বার দিলদার হোসেন বলেন,

কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট আমার বুথে কেউ উন্নয়ন মুলক কাজ করেনি। আমি সদস্য পদে এসে, বুথের অলি-গলিতে পানীয় জল থেকে শুরু করে,আলো, পথ সংষ্কার আট মাসে অনেক কিছু করলেন বলেন সভাস্থলে।

কর্মীদের প্রতি তৃনমুল কংগ্রেসের উচ্ছাস ও আপ্লুত করে বক্তব্য শেষ করেন দিলদার বাবু।

সূত্রের খবর, কলিগ্রাম অঞ্চলের প্রত্যেকটা বুথে কর্মীসভা করবেন অঞ্চল প্রধান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর