ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

মনোনয়ন পত্র দাখিল কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী এবং ঈশা

হক নাসরিন বানু

প্রকাশিত: ২ এপ্রিল ২০১৯ ২২ ১০ ০৪  

উত্তর এবং দক্ষিণ মালদা কংগ্রেস প্রার্থী হয়ে মঙ্গলবার দুপুরেমনোনয়ন পত্র দাখিল করলেন আবু হাসেম খান চৌধুরী এবং ঈশা খান চৌধুরী। এদিন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন বাবা আবু হাসেম খান চৌধুরী এবং উত্তর মালদার হয়ে কংগ্রেস প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন ছেলে ঈশা খান চৌধুরী। মনোনয়ন পত্র দাখিলের পূর্বে মালদা শহর জুড়ে এক মিছিলের আয়োজন করে কংগ্রেস নেতৃত্ব। মিছিলে পায়ে পা মিলান ২ প্রার্থী সহ মালদা জেলার কংগ্রেসের বিধায়কেরা এবং অন্যান্য নেতৃত্বরা। এরপর পায়ে হেঁটে মনোনয়নপত্র দাখিল করতে আসেন আবু হাসেম খান চৌধুরী এবং ঈশা খান চৌধুরী। তার পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশা খান চৌধুরী জানান, উত্তর মালদা কেন্দ্রে তিনি জেতার ব্যাপারে ,১০০% আসাবাদি। তার প্রতিপক্ষ তার বোন তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। ভোটে ময়দানে এর কোন প্রভাব পড়বে না।

অন্যদিকে এই বিষয়ে দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী জানান, মালদায় কংগ্রেসের বিকল্প নেই। তাই দুটি কেন্দ্রে তারাই জয়লাভ করবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর