ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পীর ওলিদের বাড়ীতে আর্শীবাদ ও দোয়া নিতে চুটে এলেন প্রার্থীরা

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯ ২২ ১০ ২৮  

সভায় বক্তব্য রাখছেন সাংসদ রাধাশ্যাম বিশ্বাস , পাশে রয়েছেন কাপনারপার পীর আলহাজ্ব আব্দুল হেলিম সাহেব

সভায় বক্তব্য রাখছেন সাংসদ রাধাশ্যাম বিশ্বাস , পাশে রয়েছেন কাপনারপার পীর আলহাজ্ব আব্দুল হেলিম সাহেব


গুয়াহাটি প্রতিনিধি —

লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় কড়া নাড়ছে। ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে প্রচারও তুঙ্গে উঠেছে। শুক্রবার দুপুর একটা সময় কাপনারপার পীর সাহেব বাড়ীতে জমিয়ত উলামা ই- হিন্দ আলগাপুর মণ্ডল কমিটির ব্যবস্থাপনায় এক কর্মী  সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব  করেন কাপনারপার পীর আলহাজ হজরত মাওলানা আব্দুল হেলিম বড়ভূইয়া সাহেব , তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন পীর ওলি আউলিয়ার বাড়ীতে চুটে আসেন প্রত্যেকটি মানুষের নিজের আশা পূরণ করার জন্য দোয়া ও আর্শীবাদ নিয়ে জান, তিনি আরও বলেন এই কাপনারপার পীর  বাড়ি হলো সেই বাড়ি যখন অসমের রাজধানী শিলং ছিলও এই সময়  অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিয়া ও মাওলানা আব্দুল জলিল (রঃ) এর মতো ব্যক্তি এই বাড়িতে চুটে এসেছেন দোয়া ও আর্শীবাদ নিতে তখনকার সময় পীর ছিলেন আহমদ আলী (রঃ) সাহেব সেই সময়ে বিমলা প্রসাদ চালিয়া অসমের মুখ্যমন্ত্রী আসনে বসেছিলেন ও মাওলানা আব্দুল জলিল (রঃ) সাহেব তিনিও বদরপুর ও আলগাপুর এলাকার বিধায়ক হিসাবে জয়ী হয়েছেন । এখন বর্তমানেও নির্বাচনী প্রার্থীরা এসে আর্শীবাদ নিয়ে জান । তার পর বক্তব্য রাখেন করিমগঞ্জ সাংসদ তথা বর্তমান এআইউডিএফ এর প্রার্থী রাধাশ্যাম বিশ্বাস ’তিনি বলেন সর্ব প্রথম নির্বাচনীয় প্রচার এই পীর সাহেব বাড়ী থেকে পীরের আর্শীবাদ নিয়ে  শুরু হয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও বলেন গোটা অসমের ১৪ টি আসনের মধ্যে তিন টি আসন জয়ী করে মাওলানা বদরুদ্দিন আজমল তিনি জনসাধারণের কাছ থেকে চেয়েছেন এবং আরও তিনটি আসনের প্রার্থী দেওয়ার জন্য দলের উপর মহলের কাছে বার্তা পাঠানো হয়েছে । তিনি আরও বলেন নাগরিকত্ব  সংশোধনী বিল নিয়ে সংসদে গিয়ে মাওলানা বদরুদ্দিন আজমল সহ এআইউডিএফ দলের সাংসদ , বিধায়করা জমিয়ত উলামা ই হিন্দ কর্মকর্তারা সঙ্গে নিয়ে বিলে বিরুদ্ধে বিরোধিতা ও প্রতিবাদ করেছেন । সংখ্যালঘু মানুষদেরকে বাংলাদেশি বলে বঞ্চিত করতে চাইছেন যারা বিলের পক্ষে ছিলেন।  কিন্তু মাওলানা বদরুদ্দিন আজমলের নের্তীত্বে সংখ্যালঘু মানুষরা বাংলাদেশি বলে বঞ্চিত করতে পারেনি।  আজ পর্যন্ত করতে পারবে না কারণ যদিও করিমগঞ্জ ও হাইলাকান্দি থেকে বাংলাদেশি বলে বঞ্চিত করেন তাহলে সর্ব প্রথম আমাকে অর্থাৎ রাধাশ্যাম বিশ্বাসকে বাংলাদেশ পাঠাতে হবে বলে এই কথা জোর গলা দিয়ে বলেন রাধাশ্যাম। তিনি বলেন আগের মানুষরা গুয়াহাটিতে গিয়ে হজের বা বিভিন্ন ব্যবসায়িদের পাসবুক বানানোর জন্য যেত হতো এবার নির্বাচিত জয়ী হলে হাইলাকান্দিতে কার্যালয় করার প্রতিশ্রুতি দেন 
তিনি আরও বলেন এআইউডিএফকে জয়ী করতে মানুষের ঘরে ঘরে গিয়ে  প্রচার করার আবেদন জানান রাধাশ্যাম। 

    

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর