ব্রেকিং:
আরজি কর মেডিকেলে ২০০ কোটির দুরনীতি, একাধিক প্রভাবশালীর জোগ থাকার সম্ভাবনা নলপুরে বেলাইন সেকান্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস চলতি মাসেই ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা, রয়েছে নিম্নচাপের সম্ভাবনাও আগ্রা- লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু রায়গঞ্জের কুলিকে শিশুর প্রাণ বাচিয়ে ডুবে মৃত্যু তরুণের গাজোলে মাটি খুড়তে গিয়ে উদ্ধার ১৬টি রুপার মুদ্রা

মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৪ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
মুর্শিদাবাদের সুতিতে শুট আউট। CSK-তে যাচ্ছেন ঋষভ? সামনে এল বড় খবর

পুলওয়ামায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল এস আর কলেজে

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২০ ০৮ ২৩  

গুয়াহাটি 

কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনার উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহা মিছিল কালাইন সত্য রঞ্জন কলেজে।

 কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনার উপর বোমা বিস্ফোরণ করে অর্তকিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং ধিক্ষার জানিয়ে আজ অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি কালাইন এস অার কলেজের থেকে এক মিছিল বের করে কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয় হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, শহিদ জওয়ান অমর রহে,এবং মাসুদ আজহার ও হাফিজ সাঈদ মুর্দাবাদ, কাশমির হামারা হে হামারা রেহেগা  ইত্যাদি স্লোগানের মাধ্যমে আকাশ বাতাস ভারী করে তুলেন। মিছিলের শেষে ২ মিনিট নিরবতা পালন করেন। এই হামলায় শহিদ হওয়া ৪৪ জন সেনা এবং আহত হওয়া প্রায় দুই শতাদিক সেনার প্রতি সমগ্র দেশবাসীর সাথে সাথে এস অার কলেজের ছাত্র ছাত্রীরা অত্যন্ত দুঃখিত মর্মাহত । ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জামিল বললেন, পুলওয়ামার এই হামলার ঘটনা অত্যন্ত নক্করজনক,কাপুরুষোচিত । এর নিন্দার কোনও ভাষা নেই। এধরনের ধ্বংসাত্মক ঘটনা বিশ্বাসেরও অতীত, শহিদদের আত্মার শান্তি কামনা করছি। যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এ ঘটনা আমরা কোনওভাবেই ভুলে থাকতে পারি না। জয়রুল হাসান বড়ভুইয়া আলম বলেন, আমাদের সেনা জওয়ানদের নিহত হওয়ার বদলা অতিশীঘ্রে নিতে হবে।
রুহুল এবং আসরাফুল বক্তব্যে বললেন পুলওয়ামার ধ্বংসাত্মক ঘটনার পর যাঁরা জয় সেলিব্রেট করছি, তাঁদের উদ্দেশ্যে বলছি, অনেক হয়েছে। এবার তাঁদের মুখের হাসি উধাও হতে আর বেশি দেরি নেই। এবার বদলা নেওয়ার সময়। শহিদ হওয়া পরিবারের প্রতি সমবেধনা এবং শহীদ হওয়া সকল বীর সেনাদের বিদ্রোহী আত্মার শান্তি কামনা করে তারা। এই হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ তাদের। কারণ পাকিস্তান জন্মলগ্ন থেকে ভারতের বিরোদ্বে নিকৃস্ট ষড়যন্ত্রে লিপ্ত। ভারতের বিরোদ্বে কোন ষড়যন্ত্র তারা বরদাস্ত করবেনা। ভারতীয় সকল ধর্মের মানুষ সব সময় দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত।পাকিস্তান সব সময় ধর্মের নামে বিবেধ সৃষ্টি করতে চায়। এবং তাদের এই ষড়যন্ত্রে হাত মিলেয়েছে ভারতের একাংশ ।কাশ্মীরিরা যাতে হাত থেকে পাথড় ফেলে দিয়ে ভারতীয় পতাকা হাতে নেয় এবং হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার জন্য কাশ্মীরদের এই আহ্বান জানায় ছাত্ররা। ভারত সরকার সেনার উপর হামলাকারিদের বিরুদ্ধে অনতিলম্বে  কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানাই এবং কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান করে সেখানে শান্তি ফিরে। এমন দুুুুঃখজনক সময়ে ভারতের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে সন্ত্রাসের বিরুদ্ধে  ঐক্যবদ্য সংগ্রামের আহ্বান জানাই। এবং শহীদ পরিবারের সবাইকে এক একটি সরকারি চাকরি সহ ৫০লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানাই। এই মহামিছিলে স্কুল কলেজ ,মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা উপস্থিত ছিল। এদিনের  মিছিলে ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন জামিল অাহমেদ, জে. এস. জয়রুল হাসান বড়ভুইয়া আল আলম, পিজুস বৈষব, রুহুল ইসলাম, অাসরাফুল অালম, সুমন চৌধুরী, আব্দুল ওহাব, রমিজুর হক,অনামিকা দাস ভৈশালি পাল প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর