ব্রেকিং:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২৫   ফাল্গুন ৯ ১৪৩১   ২৩ শা'বান ১৪৪৬

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মেরিকার অর্থ মন্ত্রকের সিস্টেমে চিনা হ্যাকার হানা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ১২ ১২ ৪১  

hakar attacke in american cyber system

hakar attacke in american cyber system

ওয়েব ডেস্ক, ৩১ ডিসেম্বর- চিনা হ্যাকাররা হানা দিয়েছে আমেরিকায়। তাও আবার খোদ দেশের অর্থ মন্ত্রকের সিস্টেমে। যুক্ত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এমনটাই দাবি করেছেন বলে সূত্রের খবর। তবে ঘটনার শুরু হয়েছে চলতি মাসের গোড়ার দিক থেকে। কোন তথ্য চিনা হ্যাকাররা হাতিয়ে নিয়েছে, সাইবার হানায় কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখতে এফবিআই। পাশাপাশি অর্থ মন্ত্রক অন্য সংস্থাগুলির সঙ্গেও আলোচনা করছ্রছযদিও ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চিনা দূতাবাসের এক মুখপাত্র বলছেন, ‘এটা ভিত্তিহীন অভিযোগ

কীভাবে হ্যাকাররা সিস্টেমে ঢুকে পড়ল, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সাইবার নিরাপত্তা পরিষেবা দেওয়া সংস্থার মাধ্যমে হ্যাকাররা অর্থ মন্ত্রকের কর্মীদের কম্পিউটার হ্যাক করেছে।অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সিস্টেমে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।গত ডিসেম্বর সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থাবিয়ন্ডট্রাস্টআমেরিকার অর্থ মন্ত্রককে সাইবার হানার বিষয়ে সচেতন করেছিল

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর